International News

এ এক মজার ঘড়ি, অঙ্ক কষে সময় জানা!

ঠিক যেন অঙ্কের কড়া শিক্ষক! যত ক্ষণ না সমীকরণ ঠিক হচ্ছে, রেহাই নেই, ছুটিও নেই! এক বার ভাবুন তো, স্কুল জীবনে যে অঙ্ক দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াত, ফের যদি সেই অঙ্ক কষার খপ্পরে পড়েন! না, সশরীরে এ বার কোনও মানুষরূপী মাস্টার নয়, এ হল যন্ত্র স্যর। কী রকম?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১১:৩২
Share:

এই সেই আজব ঘড়ি। ছবি: সংগৃহীত।

ঠিক যেন অঙ্কের কড়া শিক্ষক! যত ক্ষণ না সমীকরণ ঠিক হচ্ছে, রেহাই নেই, ছুটিও নেই!

Advertisement

এক বার ভাবুন তো, স্কুল জীবনে যে অঙ্ক দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াত, ফের যদি সেই অঙ্ক কষার খপ্পরে পড়েন! না, সশরীরে এ বার কোনও মানুষরূপী মাস্টার নয়, এ হল যন্ত্র স্যর।

কী রকম?

Advertisement

ইনি একটি ডিজিটাল ঘড়ি। নাম দ্য অ্যালবার্ট ক্লক। কড়া শিক্ষক। আপনাকে অঙ্কের সমীকরণ দেবে। আপনি সঠিক উত্তর বলতে পারলেই ঘড়িতে সময় দেখতে পাবেন। অর্থাত্ ক’টা বাজে সেটা স্ক্রিনে ফুটে উঠবে সঙ্গে সঙ্গে। যত ক্ষণ না ঠিক উত্তর দিচ্ছেন, আপনি সময়ও জানতে পারবেন না!

এমনই একটি মজার ঘড়ির আবিষ্কারক প্যারিসের অ্যাক্সেল সিন্ডেলব্লেক ও ফ্রেড মঁক্লে।

কেন হঠাত্ করে এমন আজব ঘড়ি বানানোর কথা মাথায় এল তাঁদের?

আরও পড়ুন: আমেরিকাগামী বিমানে নিষিদ্ধ ট্যাব-ল্যাপটপ

কী ভাবে কাজ করবে এই ঘড়ি?

ধরা যাক, পৌনে ১১ টা বাজে। ঘড়িতে ১০.৪৫ মিনিট না দেখিয়ে ঘড়িতে অঙ্কের ইকুয়েশনে ফুটে উঠবে সেই সময়। ওই সময়টাই ঘড়িতে ফুটে উঠবে ৮+২(ঘণ্টা) ও ৩২+১৩(মিনিট)।

ভিডিও গেমের মতো ঘড়ির আবার ৬ ধরনের লেভেল রয়েছে। অর্থাত্ ইজি মোড থেকে ভেরি ডিফিকাল্ট মোড। স্ট্যান্ডার্ড মোডে প্রশ্ন প্রতি মিনিটে বদলাবে। যদি আপনি চ্যালেঞ্জ নিতে চান, তা হলে ফাস্টেস্ট মোডে যান। প্রতি ১০ সেকেন্ডে প্রশ্ন পরিবর্তন হবে। আর তার মধ্যে আপনাকে সমাধান বের করতে হবে!

তবে এই ঘড়িতে কোনও অ্যালার্ম বাটন নেই। নির্মাতারা জানিয়েছেন, স্রেফ একটা উদ্দেশ্যেই তারা এটা বানিয়েছেন। তা হল অঙ্ক কষা। ঘড়িটির দাম দার্য করা হয়েছে, ৩০০ ডলার।

আপনি কি কিনতে চান এমন একটা ঘড়ি? যদি না অঙ্ক কষতে ভয় পান!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement