US Visa

মার্কিন ভিসায় ফের কড়াকড়ি!

ওই নয়া ভিসা নীতিতে কেউ কোনও রকম ছাড়ের সুবিধা পাবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্পের জবাব, ‘‘সম্ভাবনা খুবই কম।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২২ জুন ২০২০ ০৬:৩২
Share:

প্রতীকী ছবি।

করোনা অতিমারির জেরে মার্কিনদের জীবিকায় যাতে ভিন্দেশিরা থাবা না বসাতে পারে, তার জন্য দিন দুয়েকের মধ্যে ভিসার উপরে নয়া বিধিনিষেধ চাপানো হবে বলে শনিবার জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Advertisement

ওই নয়া ভিসা নীতিতে কেউ কোনও রকম ছাড়ের সুবিধা পাবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্পের জবাব, ‘‘সম্ভাবনা খুবই কম।’’ বরং এই নয়া নীতি বেশ কড়া এবং দীর্ঘমেয়াদি হবে বলেই ইঙ্গিত তাঁর।

আরও পড়ুন: ‘দেখছি কী করা যায়’, ভারত-চিন সঙ্ঘাতে মধ্যস্থতায় আগ্রহী ট্রাম্প

Advertisement

বিরোধীদের বক্তব্য, অতিমারি পরিস্থিতিকে সামনে রেখে আদতে অভিবাসীদের দেশে প্রবেশ নিয়ন্ত্রণ করে তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। যা আগামী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের ক্ষেত্রে তাঁর অন্যতম ‘প্রতিশ্রুতি’ বলে দাবি তাঁদের। যদিও বড় মার্কিন সংস্থা, বিশেষ করে প্রযুক্তি সংস্থাগুলি বিদেশি কর্মীদের দেশে আসার উপরে সরাসরি নিষেধাজ্ঞা চাপানোর বিরোধিতা করেছে। তা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে ট্রাম্পের কাছে আর্জিও জানানো হয়েছে তাঁদের তরফে। তবে প্রেসিডেন্ট আদৌ তাতে আমল দেন কি না, তা অবশ্য সময়ই বলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন