Earthquake in Indonesia

জোরালো ভূমিকম্প ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে, কম্পনের মাত্রা প্রায় ৭, তবে নেই সুনামির সতর্কতা

সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরে প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১২:৩৯
Share:

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প। —প্রতীকী চিত্র।

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ। সোমবার সকালে দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৫। তবে জার্মানির ভূকম্পন জরিপ সংস্থার দাবি, কম্পনের মাত্রা ছিল আরও বেশি। তাদের হিসাবে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার কম্পন অনভূত হয়েছে তানিমবার দ্বীপপুঞ্জে। তবে মাঝসমুদ্রের ওই কম্পনে সুনামির কোনও সতর্কতা এখনও জারি হয়নি।

Advertisement

সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরে প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আমেরিকার ভূমিকম্প পরিমাপ সংস্থা ‘ইউনাইটেড স্টেট্‌স জিওলজিক্যাল সার্ভে’ (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার কেই দ্বীপপুঞ্জের তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়েছে। তারা পরিস্থিতির উপর নজর রাখছে।

প্রায় আড়াই বছর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার জোরালো ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনার পর ক্ষণেই সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। পরবর্তী কয়েক ঘণ্টা ধরে সেই সতর্কতা জারি ছিল, যার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই ভূমিকম্পের সময়ে কোনও প্রাণহানির খবর না মিললেও অন্তত ১৫টি বাড়ি এবং দু’টি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দ্বীপ়পুঞ্জটি ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের অন্তর্গত। এর মধ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০টি দ্বীপ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement