International News

‘অবাধ্য’ মহিলাকে চ্যাংদোলা করে নামানো হল বিমান থেকে, দেখুন ভিডিও

এয়ারপোর্টের কোনও ‘নিয়ম’ই নাকি মানেননি তিনি। তাই বিমানে ওঠামাত্রই এক মহিলা যাত্রীকে টেনে-হিঁচড়ে নামিয়ে দেওয়া হল। সোমবার এমনটাই ঘটেছে ডেট্রয়েট মেট্রোপলিটন এয়ারপোর্টে ডেলটা এয়ারলাইন্সের এক বিমানে। কিন্তু, তা সত্ত্বেও ওই মহিলা বিমানে উঠলেন কী করে? মিশিগানের রমুলাস শহরের ওই ঘটনায় উঠছে প্রশ্ন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১২:২৪
Share:

এ ভাবেই টেনে নামিয়ে দেওয়া হয় মহিলা যাত্রীকে। ছবি: ইউটিউব সৌজন্যে।

এয়ারপোর্টের কোনও ‘নিয়ম’ই নাকি মানেননি তিনি। তাই বিমানে ওঠামাত্রই এক মহিলা যাত্রীকে টেনে-হিঁচড়ে নামিয়ে দেওয়া হল। সোমবার এমনটাই ঘটেছে ডেট্রয়েট মেট্রোপলিটন এয়ারপোর্টে ডেলটা এয়ারলাইন্সের এক বিমানে। কিন্তু, তা সত্ত্বেও ওই মহিলা বিমানে উঠলেন কী করে? মিশিগানের রমুলাস শহরের ওই ঘটনায় উঠছে প্রশ্ন!

Advertisement

এক বিবৃতিতে জারি করে গোটা ঘটনাটি জানিয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বিবৃতিতে মহিলার পরিচয় গোপন রাখা হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষের দাবি, বিমানে ওঠার আগে সঙ্গের ব্যাগপত্তর পরীক্ষা করাননি ওই মহিলা। এমনকী, এয়ারপোর্টে ঢুকে প্রয়োজনীয় কাগজপত্রও দেখাননি তিনি। তা সত্ত্বেও ওই মহিলা যাত্রী বিমানে ওঠেন। স্বাভাবিক ভাবেই তাঁকে নেমে যেতে অনুরোধ করেন বিমানকর্মীরা। কিন্তু, ওই মহিলা নাকি তাতে রাজি হননি। এর পরই তাঁকে হাত-পা ধরে টেনে-হিঁচড়ে রীতিমতো চ্যাংদোলা করে নামিয়ে দেওয়া হয় বিমান থেকে।

আরও পড়ুন

Advertisement

দেখামাত্রই গুলি, মহিলা আর শিশু-সহ আলেপ্পোয় হত ৮২

গোটা ঘটনাটি ইউটিউবে পোস্ট করেছেন বেশ কয়েক জন সহযাত্রী। ইউটিউবের ভিডিওতে দেখা গিয়েছে, লাল টপ পরা ওই মহিলার দু’হাত ধরে টানছেন এক উর্দিধারী অফিসার। আর পা ধরে রয়েছেন এক মহিলা বিমানকর্মী। এ ভাবেই প্রায় বেশ কয়েক মিনিট ধরে চ্যাংদোলা করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা ঘটনার সময় প্রায় নির্বিকার ছিলেন অন্য যাত্রীরা। অনেকে আবার পুরো ঘটনাটাই মোবাইল ক্যামেরায় ধরে রেখেছেন। কেউ ওই মহিলাকে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন। অনেকে হতবাক হয়ে তাকিয়ে রয়েছেন।

এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই মহিলা যাত্রীর বিরুদ্ধে কোনও চার্জ গঠন করা হয়নি। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা যায় তা পর্যালোচনা করে দেখছেন আইনজীবীরা।

তবে এয়ারপোর্টের কোনও ‘নিয়ম’ই না মেনে এক জন যাত্রী কী ভাবে বিমানে উঠলেন তা নিয়ে এখনও ধোঁ‌য়াশা রয়ে গিয়েছে। এখনও এর কোনও সদুত্তর দিতে পারেননি এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

দেখুন সেই ভিডিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন