পানামা কাণ্ড

শরিফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

পানামা নথিতে নাম জড়ানোয় এ বার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কর দেওয়ার ক্ষেত্রে শিথিল নিয়মের জন্য ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বাহামার মতো মুলুক বরাবরই রয়েছে প্রথম সারিতে। তেমনই কিছু স্বর্গরাজ্যে লগ্নির একটি তালিকা ফাঁস হয় পানামার আইনজীবী সংস্থা ‘মোজাক ফঁসেকা’-র দফতর থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ০২:৫৬
Share:

পানামা নথিতে নাম জড়ানোয় এ বার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

কর দেওয়ার ক্ষেত্রে শিথিল নিয়মের জন্য ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বাহামার মতো মুলুক বরাবরই রয়েছে প্রথম সারিতে। তেমনই কিছু স্বর্গরাজ্যে লগ্নির একটি তালিকা ফাঁস হয় পানামার আইনজীবী সংস্থা ‘মোজাক ফঁসেকা’-র দফতর থেকে। সেখানে দুর্নীতির অভিযোগ ওঠে নওয়াজের বিরুদ্ধেও। এই নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিল প্রাক্তন ক্রিকেট তারকা তথা রাজনীতিক ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাদের দাবি, নওয়াজ তো বটেই এমনকী এই দুর্নীতি কাণ্ডে নাম জড়ানো তাঁর আত্মীয়দের বিরুদ্ধেও তদন্ত হোক। পিটিআইয়ের আর্জি গ্রহণ করে নওয়াজের বিরুদ্ধে তদন্তের এই নির্দেশে উচ্ছ্বসিত ইমরান। আগামিকাল, ২ নভেম্বর তাঁর ডাকে সরকারবিরোধী মহাজমায়েত হওয়ার কথা ছিল ইসলামাবাদে। এ দিন ইমরান জানান, শুধু সরকারের বিরোধ নয়, কালকের জমায়েতে আদালতের এই নির্দেশ উদ্‌যাপন করুন দেশের মানুষ।

এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আনোয়ার জাহির জামালি-সহ পাঁচ বিচারপতির একটি বেঞ্চ নওয়াজের বিরুদ্ধে এই আর্জি শোনেন। শুনানি চলাকালীন আদালতকক্ষে উপস্থিত ছিলেন পিটিআইয়ের একাধিক বড় মাপের নেতা ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য। শুনানি শেষে আদালতের নির্দেশ, পানামা নথিতে নওয়াজের নাম সামনে আসা এবং দুর্নীতির প্রশ্নে তদন্ত হোক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সেই তদন্ত কমিটির মাথায় থাকবেন এক বিচারপতি। পাশাপাশি নিজেদের দাবি ও বিচার্য বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে তদন্ত কমিটির সামনে পিটিআইয়ের নেতাদেরও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিদিন শুনানি হওয়ার পক্ষেও মত দিয়েছে আদালত।

Advertisement

চলতি বছরের মে মাসে পানামার আইনজীবী সংস্থা ‘মোজাক ফঁসেকা’-র দফতর থেকে লগ্নিকারীদের নামের নথি ফাঁস হয়। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছিল বিশ্বের কয়েকটি সংবাদমাধ্যম। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই তালিকায় রয়েছে বিশ্বের বেশ কিছু বিশিষ্ট ও ধনী ব্যক্তির নাম। অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন-সহ পাঁচশোরও বেশি ভারতীয়ের পাশাপাশি ওই নথিতে রয়েছে বিশ্বের বেশ কয়েক জন বিশিষ্ট ও ধনীদের নামও। নওয়াজ শরিফের পাশাপাশি সেখানে নাম ছিল চিনা প্রেসিডেন্ট শি চিনফিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। আছেন হলিউডের তারকা জ্যাকি চ্যান থেকে ফুটবলার লিওনেল মেসিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement