Bangladesh Situation

বাংলাদেশের যুবসমাজে এখনও প্রাসঙ্গিক ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ, তবে এগিয়ে বিএনপি: রিপোর্ট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, সে বিষয়ে তরুণ-তরুণীদের মতামত সংগ্রহ করেছিল জনমত সমীক্ষা সংস্থা সানেম ও অ্যাকশনএইড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ২৩:২০
Share:

(বাঁ দিকে) খালেদা জিয়া, শেখ হাসিনা (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রায় ১১ মাস আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে দানা বাঁধা প্রবল জনবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হয়েছে দল। দলনেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্বে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। এমনকি, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে।

Advertisement

কিন্তু সে দেশের যুবসমাজের একাংশ এখনও হাসিনার দলকে সমর্থন করেন বলে সম্প্রতি প্রকাশিত প্রকাশিত একটি জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, সে বিষয়ে তরুণ-তরুণীদের মতামত সংগ্রহ করেছিল জনমত সমীক্ষা সংস্থা সানেম ও অ্যাকশনএইড। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সোমবার সেই জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে, জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায়, তা হলে তরুণ প্রজন্মের (৩৫ বছর বয়স পর্যন্ত) ১৫ শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে। জনমত সমীক্ষা রিপোর্টে এক নম্বরে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জ়িয়ার দল বিএনপি। তাঁদের প্রতি ৩৮.৭৬ শতাংশের সমর্থন।

Advertisement

জমিয়তে ইসলামি বাংলাদেশ (সে দেশের রাজনীতিতে ‘জামাত’ নামে পরিচিত) ২১.৪৫ শতাংশ এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর একাংশের গড়ে তোলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবসমাজের ১৫.৮৪ শতাংশ ভোট পেতে পারে বলে ওই সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement