সৌদিতে বন্দি মহিলা, উদ্ধারে তৎপর সুষমা

তিন সন্তানের মা জাসিন্থাকে নার্সের কাজ দেবে বলে গত বছর কাতারে নিয়ে গিয়েছিল ম্যাঙ্গালোরের এক এজেন্ট। জানিয়েছিল, মাসে ২৫ হাজার টাকা বেতন মিলবে। জাসিন্থার ছেলে বিনরয় জানাচ্ছেন, কাতারে নিয়ে যাওয়ার পরে এজেন্ট ৫ লক্ষ টাকায় তাঁকে সৌদি আরবে বিক্রি করে দেয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ০৩:৩৩
Share:

আবার বিদেশে আটকে পড়া এক ভারতীয়ের উদ্ধারে এগিয়ে এলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মাধ্যম সেই টুইটার। সৌদি আরবে জাসিন্থা মেনডোনসা নামে ৪৬ বছর বয়সি এক মহিলাকে কার্যত দাস হিসেবে বন্দি করে রেখেছে তাঁর কাফিল (নিয়োগকারী)। ২৪ হাজার সৌদি রিয়াল (৪ লক্ষ টাকারও বেশি) না দিলে তাঁকে মুক্তি দিতে রাজি নয় সে। সংবাদমাধ্যমের সূত্রে এ কথা জানা মাত্রই হস্তক্ষেপ করেছেন সুষমা। সেখানকার ভারতীয় রাষ্ট্রদূত আহমেদ টুইটারেই জাভেদকে নির্দেশ দিয়েছেন ওই মহিলাকে উদ্ধার করার জন্য।

Advertisement

তিন সন্তানের মা জাসিন্থাকে নার্সের কাজ দেবে বলে গত বছর কাতারে নিয়ে গিয়েছিল ম্যাঙ্গালোরের এক এজেন্ট। জানিয়েছিল, মাসে ২৫ হাজার টাকা বেতন মিলবে। জাসিন্থার ছেলে বিনরয় জানাচ্ছেন, কাতারে নিয়ে যাওয়ার পরে এজেন্ট ৫ লক্ষ টাকায় তাঁকে সৌদি আরবে বিক্রি করে দেয়। বিনরয়ের কথায়, ‘‘মা অসুস্থ হয়ে পড়েছেন, ওখানে খুবই দুর্দশায়, অসহায় অবস্থায় রয়েছেন। কাফিল তাঁকে মারধরও করে।’’ বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও গোচরে এসেছে।

এজেন্টদের চাপ দিয়ে তেলঙ্গানা পুলিশ সম্প্রতি এমন কিছু মহিলাকে সৌদি আরব থেকে উদ্ধার করলেও ম্যাঙ্গালোর শহরের পুলিশ জাসিন্থার এজেন্টকে জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে সুষমার হস্তক্ষেপে। মাকে এ বার ফিরে পাবেন, আশা করছেন জাসিন্থার তিন সন্তান-সহ গোটা পরিবার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন