সাইকেল চালিয়ে মায়ের সঙ্গেই যাচ্ছিল চার বছরের লিউ। আচমকা চপার হাতে তার উপর ঝাঁপিয়ে পড়ল এক যুবক। মুহূর্তে বড় ছুরি দিয়ে মাথা কেটে ফেলল শিশুটির।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে তাইপেই মেট্রো স্টেশনের কাছে। লিউয়ের মা পুলিশকে জানান, যুবকটিকে এগোতে দেখেও তাঁর কিছু মনে হয়নি। কিন্তু কাছে আসতেই লিউকে জাপটে ধরে চপার দিয়ে কোপ বসাতে থাকে গলায়। মুহূর্তে মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন মা। তাঁকেও ধাক্কা মেরে সরিয়ে দেয় হামলাকারী। রক্তাক্ত অবস্থায় সাইকেল থেকে পড়ে কাতরাতে শুরু করে লিউ। কয়েক সেকেন্ডে সব শেষ। এর পরই হামলাকারীকে ঘিরে ধরেন পথচলতি মানুষ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতের নাম ওয়াঙ্গ (৩৩)। মাদক সংক্রান্ত নানা অপরাধে একাধিক বার গ্রেফতার হয়েছে সে। মানসিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাও চলেছে তার।
কিছু দিন আগেও তাইপেইতে এ ধরনের এক শিশুহত্যার ঘটনা ঘটে। সোমবার লিউ হত্যার পর মঙ্গলবার আইনসভায় একটি নতুন বিলের প্রস্তাব দিয়েছেন এক আইনজীবী। সেই বিল অনুযায়ী, ১২ বছরের নীচে শিশুহত্যার ঘটনায় অভিযুক্তদের সাজা হবে মৃত্যুদণ্ড। আর অভিযুক্ত মানসিক ভাবে অসুস্থ হলে যাবজ্জীবন কারাদণ্ড। বিলটি নিয়ে বৃহস্পতিবার আলোচনা হবে। সংবাদ সংস্থা