Amrullah Saleh

Amrullah Saleh: বন্ধ খাবার, শিশু ও বৃদ্ধদের অপহরণ করে ঢাল বানাচ্ছে তালিবান! অভিযোগ সালেহ্-র

আমরুল্লা সালেহ্ বলেছেন, ‘‘আফগানিস্তানকে তালিবানিস্তান হতে দেব না। তালিবানি আমিরশাহি, স্বৈরচারী সরকার আমরা মানি না।’’

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৪:১০
Share:

— ছবি সংগৃহীত নর্দার্ন অ্যালায়েন্সের বিরোধী জোটের এখন অন্যতম নেতা সালেহ্।

পঞ্জশির প্রদেশের পাশাপাশি, পারওয়ান, বাঘলান প্রদেশে বিরোধী জোটের গড়ে তোলা প্রতিরোধের মোকাবিলায় এঁটে উঠতে না পেরে ‘মানবাধিকার লঙ্ঘন’ করছে তালিবান। আন্দারব উপত্যকায় খাবার, জ্বালানি পৌঁছতে দিচ্ছেন না তালিবরা। শুধু তাই নয়, ওই এলাকার শিশু ও বয়স্কদের অপহরণ করে পঞ্জশির দখলের লড়াইয়ে ঢাল হিসেবে ব্যবহার করছে তালিবান। টুইটারে এমনই অভিযোগ করলেন আফগানিস্তানের অধুনা প্রাক্তন গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্।
নর্দার্ন অ্যালায়েন্সের বিরোধী জোটের এখন অন্যতম নেতা সালেহ্। ১৫ অগস্ট তালিবান বাহিনী কাবুল দখলের পর প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি দেশ ছাড়লেও পঞ্জশিরে উত্তরের জোটের সঙ্গে হাত মিলিয়ে তালিবানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এই তাজিক নেতা। তার অব্যবহিত পরেই টুইটারে জানিয়েছিলেন, গনি দেশ ছাড়ার পর হিসেব মতো তিনিই এখন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। পঞ্জশিরে ক্ষমতা দখলকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক বার সংঘর্ষে জড়িয়েছে যুযুধান দুই পক্ষ। বিরোধের আবহেই মঙ্গলবার টুইটারে সালেহ্ লেখেন, ‘আন্দারব উপত্যকায় খাবার আর জ্বালানি পৌঁছতে দিচ্ছে না তালিবরা। মানবাধিকার সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়। ওই এলাকার বহু মহিলা ও শিশু পাহাড়ে পালিয়ে এসেছেন। বিগত দু’দিন ধরে ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালানোর নামে শিশু ও বৃদ্ধদের অপহরণ করা হচ্ছে শুধুমাত্র এই লড়াইয়ে তাঁদের ঢাল হিসেবে ব্যবহার করার জন্য।’

Advertisement

গত রবিবার আন্দারব উপত্যকা দিয়ে পঞ্জশিরে ঢুকতে গিয়ে উত্তরের জোটের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তালিবানকে। টুইটারে নিজেই সে কথা জানিয়েছিলেন সালেহ্। সোমবারও তালিবানের উদ্দেশে পঞ্জশির এড়িয়ে চলার বার্তা দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, উত্তরের তালিবান বিরোধী জোটের সামরিক নেতা আহমেদ মাসুদের শিবির সোমবার দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় পঞ্জশিরমুখী তালিবান বাহিনীর উপর ধারাবাহিক হামলা চালিয়ে মোট ৩০০ জঙ্গি খতম করেছে তারা। আন্দারব এলাকায় তালিবান কনভয়ে বিরোধী জোট বিস্ফোরণ ঘটিয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে। পাল্টা তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ সোমবার আফগান সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা পঞ্জশির ঘিরে ফেলেছি।’’

সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে সালেহ্ বলেন, ‘‘আফগানিস্তানকে তালিবানিস্তান হতে দেব না। আমাদের পরিষ্কার বক্তব্য, যথাযথ আলোচনা চাই আমরা। তালিবানি আমিরশাহি, স্বৈরচারী সরকার আমরা মানি না। বলপূর্বক ক্ষমতা দখলকে সমর্থন করব না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন