তালিবান হানায় হত ২০ পুলিশ

তালিবান জঙ্গি হানায় শুক্রবার রাতে হেলমন্দ প্রদেশে নিহত হয়েছেন ২০ জন পুলিশকর্মী। প্রশাসন সূত্রে খবর, পুলিশের গুলিতে ১০ জঙ্গিরও মৃত্যু হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন প্রশাসন গত বছরই তাদের বহু সেনা প্রত্যাহার করেছে। পুলিশ জানিয়েছে, তার পরই বেড়েছে জঙ্গি হামলা। শুক্রবার রাতে তালিবান হেলমন্দ প্রদেশের মুসা কালা জেলায় পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে। পুলিশের তরফে অভিযোগ, জঙ্গি অধ্যুষিত এলাকাগুলিতে অদক্ষ পুলিশ থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০২:৫৭
Share:

তালিবান জঙ্গি হানায় শুক্রবার রাতে হেলমন্দ প্রদেশে নিহত হয়েছেন ২০ জন পুলিশকর্মী। প্রশাসন সূত্রে খবর, পুলিশের গুলিতে ১০ জঙ্গিরও মৃত্যু হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন প্রশাসন গত বছরই তাদের বহু সেনা প্রত্যাহার করেছে। পুলিশ জানিয়েছে, তার পরই বেড়েছে জঙ্গি হামলা। শুক্রবার রাতে তালিবান হেলমন্দ প্রদেশের মুসা কালা জেলায় পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে। পুলিশের তরফে অভিযোগ, জঙ্গি অধ্যুষিত এলাকাগুলিতে অদক্ষ পুলিশ থাকে। আত্মরক্ষার জন্য তাঁদের কাছে আধুনিক অস্ত্রও থাকে না। আর তাই হামেশাই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মারা যেতে হয় তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement