বৌদ্ধ মন্দিরে হামলা, হত দুই সন্ন্যাসী

তাইল্যান্ডে মালয়-মুসলিম ও সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের মধ্যে সংঘর্ষ দীর্ঘদিনের।

Advertisement

সংবাদ সংস্থা

ব্যাঙ্কক শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০২:৪০
Share:

তাইল্যান্ডের স্কুল, ধর্মস্থানগুলোয় ফের হামলা শুরু হয়েছে। ছবি: এএফপি।

বৌদ্ধ মন্দিরে হামলা চালাল এক দল জঙ্গি। শনিবার তাইল্যান্ডের দক্ষিণে নারাথিওয়াট প্রদেশের ঘটনা। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন দুই বৌদ্ধ সন্ন্যাসী। গুরুতর জখম আরও দুই সন্ন্যাসী।

Advertisement

পুলিশের এক কর্তা জানান, মন্দিরটির পিছনে একটি জলের ধারা গিয়েছে। সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওই পথে মন্দিরের পিছনের দরজা দিয়ে কালো পোশাক পরে ঢুকেছিল বন্দুকবাজেরা। ঠিক কত জন, সেই সংখ্যাটা এখনও অজানা। মন্দিরে বেপরোয়া গুলি চালাতে থাকে তারা।

তাইল্যান্ডে মালয়-মুসলিম ও সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের মধ্যে সংঘর্ষ দীর্ঘদিনের। গত বছর তাইল্যান্ডের জুন্টা সরকার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করায় জঙ্গি হামলার ঘটনা বেশ কমেছিল। কিন্তু সম্প্রতি তা বাড়ছে। স্কুল, ধর্মস্থানগুলোয় ফের হামলা শুরু হয়েছে।

Advertisement

সকালে সন্ন্যাসীদের ভিক্ষার রীতি আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে সরকারের তরফে। তাইল্যান্ডের দক্ষিণে তিনটি প্রদেশে এই বার্তা দেওয়া হয়েছে। ওই অঞ্চলে সেনাবাহিনীকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জুন্টা নেতা তথা প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চা ঘটনার নিন্দা করে জানিয়েছেন, দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। ২০০৪ সাল থেকে এখনও পর্যন্ত ২৩ জন বৌদ্ধ সন্ন্যাসী জঙ্গি-হামলায় নিহত হলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন