ছবি: টুইটার।
ফের জঙ্গি হামলা পাকিস্তানের সেনাঘাঁটিতে।
শুক্রবার সকালে পেশোয়ারের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। ১০ জন জঙ্গি এ দিন পেশোয়ারের ইনকালাব রোডে সেনা ঘাঁটির চেকপোস্ট আক্রমণ করে। ঘটনার খবর পেয়েই পাক সেনা এবং কুইক রেসপন্স টিম ঘটনাস্থল ঘিরে ফেলে। সেনা এবং জঙ্গির মধ্যে গুলির লড়াইয়ে ১৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন ১৬ জন সাধারণ মানুষ। গুলিতে জখম হয়েছেন কুইক রেসপন্স টিমের এক অফিসারও। সেনা ঘাঁটির ভিতরে এক মসজিদে প্রার্থণা করছিলেন সাধারণ মানুষ। তখনই অতর্কিত হামলায় প্রাণ যায় তাঁদের। তেহরিক-ই তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।
পেশোয়ার বারবারই জঙ্গি হামলার অন্যতম কেন্দ্র। গত ডিসেম্বরে সেনা স্কুলে তালিবান জঙ্গি হামলা চালায়। গুলিতে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। ২০১২ সালের অগস্টে কামরার সেনাঘাঁটিতে হামলা চালায় তেহরিক-ই-তালিবান।