Texas Flood Situation

আমেরিকায় টেক্সাসের নদীতে হড়পা বান, মৃত্যু অন্তত ২৪ জনের! ‘সামার ক্যাম্পে’ গিয়ে খোঁজ নেই ২৩ জন স্কুলছাত্রীর

এখনও পর্যন্ত নদী থেকে ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখনও নিখোঁজ অনেকে। তাই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১২:০৪
Share:

টেক্সাসে ফুঁসছে গুয়াদালুপে নদী। ছবি: রয়টার্স।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার টেক্সাস। যুক্তরাষ্ট্রের ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। এখনও পর্যন্ত নদী থেকে ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখনও নিখোঁজ অনেকে। তাই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সপ্তাহান্তে নদী সংলগ্ন এলাকায় গ্রীষ্মকালীন (সামার) ক্যাম্পে যোগ দিয়েছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যে এখনও পর্যন্ত ২৩ জনের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা, তারা জলের তোড়ে ভেসে গিয়েছে। তবে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, ওই পড়ুয়ারা হয়তো হারিয়ে যায়নি। তারা প্রাণ বাঁচাতে গাছের উপর আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

নিখোঁজ পড়ুয়াদের খোঁজ না-পাওয়া পর্যন্ত আকাশপথে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে টেক্সাস প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার অভিযানে নামানো হয়েছে ৫০০ জনকে। ব্যবহার করা হচ্ছে ১৪টি হেলিকপ্টার। তবে দফায় দফায় ভারী বৃষ্টির জন্য মাঝেমধ্যেই ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে নদীর জলের তোড়ে ভেঙে পড়ছে বাড়ি এবং গাছ। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভারী বর্ষণ চলতে থাকলে নদীতে ফের হড়পা বান আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী জায়গাগুলোয় না-যাওয়ার পরামর্শ দিচ্ছে টেক্সাস প্রশাসন। শুক্রবার ছিল আমেরিকার ২৪৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ছুটিতে অনেকেই ওই নদীর ধারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রশাসনের পরামর্শে আপাতত সেই সব পরিকল্পনা বাতিল করতে হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement