International News

টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার গুলিতে নিহত পুলিশকর্মী

হলিসের ঘরে তল্লাশির সময় সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার করে পুলিশ। এর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পাসের ভিতরে পুলিশের সদর দফতরে নিয়ে আসে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১২:৫৮
Share:

পুলিশের অভিযোগ, হলিসের ঘর থেকে প্রচুর মাদক উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত।

বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ছাত্রের গুলিতে নিহত হলেন এক পুলিশকর্মীর। আমেরিকার টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ঘটনা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই ঘটনায় হলিস ড্যানিয়েলস নামে ১৯ বছরের এক নবাগত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ঠিক কী ঘটেছিল?

বিশ্ববিদ্যালের মুখপাত্র ক্রিস কুক জানিয়েছেন, এ দিন সকালে ক্যাম্পাসের হোস্টেলে রুটিনমাফিক ওয়েলফেয়ার চেকিং চলছিল। পড়ুয়াদের ঘরেও একে একে তল্লাশি অভিযান শুরু করেছিল ক্যাম্পাসের পুলিশকর্মীরা। অভিযোগ, হলিসের ঘরে তল্লাশির সময় সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার করে পুলিশ। এর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পাসের ভিতরে পুলিশের সদর দফতরে নিয়ে আসে তারা। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় হঠাৎই একটা পিস্তল বের করে এক পুলিশকর্মীর মাথা লক্ষ্য করে গুলি চালায় হলিস। ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশকর্মী। এর পর সেখান থেকে চম্পট দেয় হলিস।

Advertisement

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃত ১০, ভস্মীভূত দেড় হাজার বাড়ি

আজ থেকেই শুরু হল টেট-এর আবেদন গ্রহণ

দেওয়ালির পরে মুকুল নিয়ে সিদ্ধান্ত বিজেপির

তবে বেশি ক্ষণ পুলিশের চোখে ধুলো দিতে পারেনি সে। ক্যাম্পাসেরই একটি ফুটবল স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ দিনের ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৯টা নাগাদ ফের পরিস্থিতি স্বাভাবিক হয়।

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement