Israel-Hamas Conflict

রাফায় তাই যুবকের দেহ

নাট্টাপোং পিন্টা দক্ষিণ ইজ়রায়েলে কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২৩-এর অক্টোবরে তাঁকে অপহরণ করেছিল হামাস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ০৬:২৪
Share:

তল্লাশি অভিযানের সময়েনাট্টাপোংয়ের দেহ উদ্ধার হয়। —প্রতীকী চিত্র।

একটি তল্লাশি অভিযান চালানোর সময়ে প্যালেস্টাইনের রাফা থেকে উদ্ধার হল তাইল্যান্ডের এক যুবকের দেহ। নাট্টাপোং পিন্টা দক্ষিণ ইজ়রায়েলে কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২৩-এর অক্টোবরে তাঁকে অপহরণ করেছিল হামাস।

২০২৩ সালের অক্টোবরে যাঁদের পণবন্দি করেছিল হামাস, তাঁদের মধ্যেই ছিলেন নাট্টাপোং। চলতি বছরের শুরুর দিকে তাইল্যান্ডের পাঁচ নাগরিককে মুক্তি দিলেও মুক্তি পাননি শুধু নাট্টাপোং। এর পর থেকেই তাঁর বেঁচে থাকা নিয়ে সংশয়ে ছিল ইজ়রায়েল। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাৎজ় এ দিন জানিয়েছেন, এ সপ্তাহে তল্লাশি অভিযানের সময়েনাট্টাপোংয়ের দেহ উদ্ধার হয়। সেই খবর তাইল্যান্ডে বসবাসকারী তাঁর স্ত্রী ও ছেলেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ ইজ়রায়েলের কিব্বুৎজ় নির-এ কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যে টাকা উপার্যন করতেন, প্রায় সবই তাইল্যান্ডে থাকা তাঁর পরিবারকে পাঠিয়ে দিতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন