Coronavirus

বিশ্বে চার লক্ষ ছাড়াল মৃতের সংখ্যা

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা সংক্রমণের জন্য শুরু থেকেই চিনকে দায়ী করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ০৫:১৫
Share:

প্রতীকী ছবি

গত এক সপ্তাহের মতো আজও গোটা বিশ্বে করোনায় সারা দিনে সংক্রমিতের সংখ্যা এক লক্ষ পেরিয়েছে। মোট সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ লক্ষ। আর আজ বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল চার লক্ষ। সংক্রমিত ও মৃত্যু, দুইয়ের নিরিখেই প্রথম স্থানে আমেরিকা। জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে এখনও উত্তেজনা সেখানে। দূরত্ববিধি উপেক্ষা করেই প্রতিবাদে শামিল নাগরিকেরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে আরও বাড়তে পারে সংক্রমণ।

Advertisement

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা সংক্রমণের জন্য শুরু থেকেই চিনকে দায়ী করেছেন। অভিযোগ, শুরুতে প্রকৃত তথ্য গোপন করেছে চিন। যদিও অভিযোগ উড়িয়ে আজ বেজিংয়ের তরফে জানানো হয়েছে, মোটেও সময় নষ্ট করা হয়নি। ৪ জানুয়ারির মধ্যেই ভাইরাস সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছিল।

বিশ্বে করোনা

Advertisement

মৃত
৪,০৩,৭৫৫

আক্রান্ত
৭০,৫৫,৬১৯

সুস্থ
৩৪,৪৬,৮৮২

লাতিন আমেরিকাতেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। সেখানকার দেশগুলিতে সব মিলিয়ে সংক্রমণের সংখ্যা ১২ লক্ষ ছাড়িয়েছে। একটি সমীক্ষায় বলা হয়েছে, ২০ জুনের মধ্যে ব্রাজিলে সংক্রমণ ১০ লক্ষ পেরিয়ে যাবে। মৃতের সংখ্যা ছাড়াবে ৫০ হাজার। সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় সরকারি ওয়েবসাইটে পরিসংখ্যান প্রকাশ বন্ধ করেছে জাইর বোলসোনারোর প্রশাসন।

আজ প্রথম স্কটল্যান্ডে করোনায় মৃত্যু হয়নি কারও। যদিও এ নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ স্কটিশ প্রশাসন। লকডাউন শুরুর পরে ব্রিটেনেও মৃতের সংখ্যা আজই সব চেয়ে কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement