ম্যারাথন শেষের আগেই পড়ে গিয়েছিলেন মহিলা, তার পর যা হল অবিশ্বাস্য

ঘটনাটি ঘটেছে এক মাস আগে। ওয়াশিংটনের টানেল ভিসন ম্যারাথনে। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন ওই দিন ম্যারাথনে উপস্থিত থাকা এক জন দর্শক ফিলিপ কিং। ভিডিওটি পোস্ট করে তিনি জানিয়েছেন, যে কোনও অ্যাথলেটের কাছেই এই ভিডিওটি অনুপ্রেরণা যোগাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ২০:৪২
Share:

দাঁড়াতে না পেরে গড়িয়ে গিয়ে ম্যারাথন জিতলেন ডেবন। ছবি:ইউটিউবের সৌজন্যে।

জয়ের জন্য বাকি আর ১২ গজ। কিন্তু তার আগেই ক্লান্ত হয়ে পড়েছিলেন মহিলা প্রতিযোগী। পড়েও গিয়েছিলেন মাটিতে। উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই ফের পতন। কিন্তু হার মানেননি। এর পরে তিনি যা করলেন তা অবিশ্বাস্য। ক্লান্ত শরীরে দাঁড়াতে না পেরে মাটিতে গড়িয়েই ১২ গজ রাস্তা পেরিয়ে জিতে নিলেন ট্রফি।

Advertisement

আরও পড়ুন: প্রথম বিশ্বযুদ্ধের জার্মান সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার, মিলল দেহও

ঘটনাটি ঘটেছে এক মাস আগে। ওয়াশিংটনের টানেল ভিসন ম্যারাথনে। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন ওই দিন ম্যারাথনে উপস্থিত থাকা এক জন দর্শক ফিলিপ কিং। ভিডিওটি পোস্ট করে তিনি জানিয়েছেন, যে কোনও অ্যাথলেটের কাছেই এই ভিডিওটি অনুপ্রেরণা যোগাবে।

Advertisement

আরও পড়ুন: সেনা মহড়ার সময় লক্ষ্যভ্রষ্ট রকেটের ঘায়ে ছিটকে গেল ট্রাক, দেখুন ভিডিও

কী হয়েছিল ওই দিন?

দেখুন ভিডিও:

ফিলিপ জানিয়েছেন, ডেবন বেইলিং নামে ওই প্রতিযোগী আটলান্টার বাসিন্দা। পেশায় তিনি এক জন নার্স। ওই দিন তিনি টানেল ভিশন ম্যারাথনে অংশ নিয়েছিলেন। কিন্তু ক্লান্তির কারণে শেষের খুব কাছাকাছি এসেই তিনি মাটিতে পড়ে যান। ঠিক করে দাঁড়াতেও পারছিলেন না। কিন্তু হাল ছাড়েননি তিনি। মাটিতে গড়াতে শুরু করে দেন। তিন থেকে চার ফুট এই ভাবে যাওয়ার পরেই হাত পা কেটে যায় ডেবনের। ফের মাটিতে শুয়ে পড়েন তিনি। কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। আবার একই ভাবে গড়াতে শুরু করে দেন। মোট ৩ ঘণ্টা ৩৪ মিনিট এবং ২ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন তিনি। ভিডিওটি দেখে ডেবন জানিয়েছেন, তিনি আপ্লুত যে অনেক ভিউয়ার এই ভিডিওটি দেখেছেন এবং তাঁর প্রসংসাও করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন