‘আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে’:  ট্রাম্প

সম্প্রতি আফ্রিকার ছোট্ট দেশ নাইজারে জঙ্গি হামলায় নিহত হন মার্কিন সার্জেন্ট লা ডেভিড জনসন। মঙ্গলবার বিকেলে মায়ামিতে এসে পৌঁছয় জনসনের দেহ।

Advertisement

সংবাদ সংস্থা

মায়ামি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ০৩:০৪
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

যুদ্ধে নিহত মার্কিন সেনার স্ত্রীকে ফোন করে ‘অসংবেদনশীল’ মন্তব্য করার অভিযোগ উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বুধবার টুইটারে ট্রাম্প পাল্টা দাবি করলেন, ‘‘আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রয়োজনে প্রমাণ দিতে পারি।’’

Advertisement

সম্প্রতি আফ্রিকার ছোট্ট দেশ নাইজারে জঙ্গি হামলায় নিহত হন মার্কিন সার্জেন্ট লা ডেভিড জনসন। মঙ্গলবার বিকেলে মায়ামিতে এসে পৌঁছয় জনসনের দেহ। বিমান থেকে জলকামানের গোলা ছুড়ে শ্রদ্ধা জানানো হয় তাঁকে। মায়ামির বিরোধী ডেমোক্র্যাট দলের নেত্রী ফ্রেডেরিকা উইলসনের দাবি, মরদেহ পৌঁছনোর কিছু ক্ষণ আগে জনসনের স্ত্রী মেশিয়াকে ফোন করেন প্রেসিডেন্ট। অভিযোগ, সদ্যবিধবা মেশিয়াকে ট্রাম্প বলেন, ‘‘আপনার স্বামী জানতেন তিনি কী কাজে যাচ্ছেন। তবু ঘটনাটা দুঃখের।’’ এর পরেই অন্তঃসত্ত্বা মেশিয়া ভেঙে পড়েন বলে ক্ষোভ প্রকাশ করেছেন উইলসন। তিনি বলেন, ‘‘এই ধরনের মন্তব্য দেশের প্রেসিডেন্টের কাছ থেকে আশা করা যায় না। যারা যুদ্ধে যায়, তারা সবাই জানে যে সেখান থেকে না-ও বেঁচে ফিরতে পারে। তবু সদ্য স্বামীহারা কোনও স্ত্রীকে এ ভাবে বলা উচিত নয়।’’

বুধবার ট্রাম্প তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলে বিরোধী ওই নেত্রী বলেন, তাঁর কাছেও পাল্টা প্রমাণ রয়েছে। তাঁর দাবি, প্রেসিডেন্টের ফোনের সময়ে উইলসনের সঙ্গে একই গাড়িতে ছিলেন মেশিয়া। ফোনের স্পিকার চালু থাকায় পুরো কথোপকথনই শুনেছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন