International News

এই স্কুটার ভাঁজ করে সুটকেস বানিয়ে ফেলা যায়!

রোজই অফিসে পৌঁছে একই সমস্যা। পার্ক করার জায়গা পাওয়াই মুশকিল। একটু লেট হলে তো আর কথাই নেই। বার দশেক এদিক-ওদিক জায়গা খুঁজে শেষ পর্যন্ত অন্যের গাড়ির গা ঘেঁষে, কোনও মতে পাশ কাটিয়ে, দু-একবার ঠোকাঠুকি করে অবশেষে পার্ক করতে হয় গাড়ি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ১৪:১৭
Share:

রোজই অফিসে পৌঁছে একই সমস্যা। পার্ক করার জায়গা পাওয়াই মুশকিল। একটু লেট হলে তো আর কথাই নেই। বার দশেক এদিক-ওদিক জায়গা খুঁজে শেষ পর্যন্ত অন্যের গাড়ির গা ঘেঁষে, কোনও মতে পাশ কাটিয়ে, দু-একবার ঠোকাঠুকি করে অবশেষে পার্ক করতে হয় গাড়ি। বেরনোর সময় ফের একই সমস্যা। কিন্তু কেমন হয় যদি অফিসের ডেক্সের পাশেই রাখা থাকে আপনার বাহনটি! অথবা যদি শপিং মলে স্কুটার হাতে নিয়ে দিব্যি ঘোরা যায়? এক দিকে পার্কিংয়ের টেনশনও থাকে না, আবার চুরির ভয়ও নেই। কারণ এ বার সহজেই একটা চাকা লাগানো সুটকেস হয়ে যাবে আপনার প্রিয় যান। অর্থাৎ ট্রলি সুটকেসের মতো তাকে নিয়েও যেতে পারবেন যেখানে খুশি। কেমন সে সুটকেস স্কুটার?

Advertisement

আরও পড়ুন: রক ক্লাইম্বারদেরও হার মানায় এই ছাগল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement