Baby

বাবা-মা চুমু খেলেই কেঁদে একসা একরত্তি মেয়ে, দেখুন ভিডিও

বাবা-মা চুমু খাচ্ছে। আর তা দেখেই ফুঁপিয়ে কেঁদে উঠছে মেয়ে। একবার, দু’বার নয়। বার বার এই একই কাণ্ড। এক খুদের সেই কান্না এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ১৬:৩৪
Share:

বাবা-মা চুমু খাচ্ছে। আর তা দেখেই ফুঁপিয়ে কেঁদে উঠছে মেয়ে। একবার, দু’বার নয়। বার বার এই একই কাণ্ড। এক খুদের সেই কান্না এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

বিষয়টা ঠিক কী? আসলে এ হল ছোট্ট এলার গল্প। বাবা-মা একে অপরকে চুমু খেলে তার ভারি হিংসে হয়। কিন্তু দু’জনে যখন তাকে চুমু খাচ্ছে তখন কান্না ভুলে হাসছে সে। সেই ভিডিও ওয়েব দুনিয়ায় শেয়ার করেছেন এলার বাবা ম্যাট। তাঁর কথায়, ‘‘আমরা কিস শেয়ার করলেই ওর খুব দুঃখ হচ্ছে।’’ পরে তিনি হাসতে হাসতে বলেন, ‘‘ওর বোধহয় হিংসে হচ্ছে।’’

অন্য ভাবেও এলার কান্না ভোলানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু না! তাতে কোনও লাভ হয়নি। শুধুমাত্র বাবা-মা তাকে চুমু খেলেই এলার মুড ফুরফুরে। কান্না ভুলে মজার এক্সপ্রেশন দিয়েছে ক্যামেরায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement