Pakistan News

ঘোড়া নয় সিংহ নিয়ে বিয়ে করতে এলেন এই বর

বিয়েটা যাতে এলাহী ভাবে হয় তার জন্য কত মানুষ কত কিছুই না করেন। ব্যান্ডপার্টি থেকে শুরু করে বাহারি পোশাক, খাওয়া-দাওয়া, বরমলা সবেতেই একটু স্পেশ্যাল টাচ দেওয়ার চেষ্টা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ১১:০৭
Share:

বিয়েটা যাতে এলাহী ভাবে হয় তার জন্য কত মানুষ কত কিছুই না করেন। ব্যান্ডপার্টি থেকে শুরু করে বাহারি পোশাক, খাওয়া-দাওয়া, বরমলা সবেতেই একটু স্পেশ্যাল টাচ দেওয়ার চেষ্টা। বাদ পড়ে না পাত্রপক্ষের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত বরকে নিয়ে যাওয়ার বাহকটিও। বরের বাহক ঘোড়াটিকে কেউ সাজান বাহারি জরি দিয়ে তো কেউ বা সাজান দামি গয়নায়। কিন্তু পাকিস্তানের এই বর যা করে বসলেন, তাতে তাজ্জব সকলে। ঘোড়া নয় এক্কেবারে সিংহ নিয়ে বিয়েতে হাজির হলেন পাকিস্তানের মুলতানের বাসিন্দা শেখ মহম্মদ।

Advertisement

আরও পড়ুন: নিউ ইয়র্কে মুসলিম দম্পতিকে হেনস্থার হাত থেকে বাঁচালেন তরুণী, ভিডিও ভাইরাল

শেখ মহম্মদের এই কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। জানা গিয়েছে, খাঁচায় বন্দি সিংহ নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন তিনি। অভিনব ভাবে বিয়ে করে বেজায় খুশি শেখ বলেন, ‘‘এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। বাবা আমার সেই স্বপ্নপূরণ করতে সাহায্য করেছেন। তাঁকে ধন্যবাদ জানাই।’’ যদিও তাঁর বিয়েতে বিপুল খরচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বরের শেহরাটি ছিল খাঁটি সোনায় তৈরি। অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন ১৫ হাজার অতিথি। শোনা গিয়েছে কনে পক্ষের তরফে ৫ কোটি টাকা পণও দেওয়া হয়েছে। বিয়েতে বিপুল খরচের জন্য পাকিস্তানের আয়কর দফতর ইতিমধ্যেই নোটিস জারি করেছে দুই পরিবারকে।

Advertisement

দেখুন সেই ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন