budapest

শুকিয়ে যাওয়া নদী থেকে মিলছে হাজার হাজার সোনা ও রুপোর মুদ্রা

প্রাচীন আমলের রাশি রাশি মুদ্রা মিলছে।

Advertisement
সংবাদ সংস্থা
বুদাপেস্ট শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১১:৩৪
Share:
০১ ১৩

একটা শুকিয়ে যাওয়া নদী। আর তার থেকেই মিলেছে রাশি রাশি সোনা, রুপোর মুদ্রা। মুদ্রাগুলি সবই কিন্তু প্রাচীন আমলের।

০২ ১৩

হাঙ্গেরির দানিউব নদীতে জল প্রায় নেই বললেই চলে। প্রায় শুকনো খটখটে। প্রত্নতত্ত্ববিদরা সেখান থেকেই পেয়েছেন দু’হাজারের উপর মুদ্রা।

Advertisement
০৩ ১৩

ফেরেঞ্জি মিউজিয়ামের সঙ্গে যুক্ত প্রত্নতত্ত্ববিদ কাতালিন কোভাস জানিয়েছেন, মুদ্রা ছাড়াও মিলেছে প্রাচীন আমলের লোহার অস্ত্র, কামানের গোলা, বর্শা, তরবারি।

০৪ ১৩

বুদাপেস্টের দক্ষিণে এর্দ শহরের গা বেয়ে নদীটা যেখানে বইছে, সেখানেই মিলেছে এগুলি।

০৫ ১৩

ডাইভার, ড্রোন সব কিছু নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, জানিয়েছেন ইতিহাসবিদরাও। নদীতে জলস্তর বেড়ে যাওয়ার আগেই কাজ সেরে ফেলতে হবে, জানিয়েছেন তাঁরা।

০৬ ১৩

ইউরোপের অন্য নদীগুলির মতো দানিউবেরও বেশ কিছু জায়গা একেবারে শুকিয়ে গিয়েছে। মাত্র ১৫ ইঞ্চি জলস্তর এই নদীতে।

০৭ ১৩

প্রাচীন আমলের এত মুদ্রা এক সঙ্গে পেয়ে উচ্ছ্বসিত গবেষকরাও। প্রত্নতত্ত্ববিদ বালজ ন্যাগি জানিয়েছেন, ৯০ শতাংশই মুদ্রাই প্রায় ১৬৩০-১৭৪৩ সালের। নেদারল্যান্ডসে তৈরি হয়েছিল মুদ্রাগুলি। এ ছাড়াও ফ্রান্স, জুরিখ ও ভ্যাটিকানের মুদ্রাও রয়েছে।

০৮ ১৩

দানিউবের পাশেই বুদাপেস্টের প্রাচীন সেতুর ধ্বংসাবশেষ দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে গিয়েছিল নাৎসিদের হামলায়। তার পাশেই মিলেছে এই গুপ্তধনের সন্ধান।

০৯ ১৩

২২ কারাটের হাঙ্গেরিয়ান মুদ্রা ছাড়াও ফ্রান্সের মুদ্রাগুলি যে ১৬০০ শতকে ষোড়শ লুইয়ের আমলের তাও নিশ্চিত করছেন গবেষকরা। ১৭০০ থেকে ১৮০০ শতকের ইউরোপের অন্য দেশের মুদ্রাও মিলেছে।

১০ ১৩

ফেরেঞ্জি মিউজিয়ামের অধিকর্তা গাবর গুলিয়াস একটি সাংবাদিক সম্মেলনে প্রথম বলেন এই প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধারের কথা। প্রথমে একজন প্রত্নতত্ত্ববিদ মেটাল ডিটেক্টরের মাধ্যমেই গুপ্তধনের হদিশ পেয়েছিলেন। তিনি প্রথম সেন্ট জর্জের ছবি দেওয়া একটি ঘণ্টা খুঁজে পান।

১১ ১৩

তিনিই মিউজিয়ামকে জানান। তারপর শুরু হয় পুরোদমে কাজ। ১৭৪৩ সালে অস্ট্রিয়ার সম্রাজ্ঞী মারিয়া থেরেসার আমলের মুদ্রাও উদ্ধার হয়। মিউজিয়াম কর্তৃপক্ষের অনুমান, এখানে জাহাজের ধ্বংসাবশেষ মিলতে পারে।

১২ ১৩

মিউজিয়াম কর্তৃপক্ষ বলেন, প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধারের কাজ অব্যাহত। তাই আপাতত ২০২০ সালে একটি প্রদর্শনীতে এই উদ্ধার করা গুপ্তধনগুলি রাখার কথা ভাবা হয়েছে। হাঙ্গারির অন্য অংশেও প্রদর্শনীটি করার কথা ভেবেছেন তাঁরা।

১৩ ১৩

দানিউব নদীটি জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলদোভা ও ইউক্রেন এই ১০টি দেশের মধ্য দিয়ে বহমান। সম্প্রতি স্বর্ণমুদ্রাগুলি যেখানে উদ্ধার করা হয়েছে, সেখানে নদীটি প্রায়ই শুকিয়ে গিয়েছে। জায়গাটি বুদাপেস্ট থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement