Crime

Murder: খুঁড়িয়েছিলেন নিজেদের কবর, চালান লাগাতার ধর্ষণ, সেই তিন মেয়েই খুন করল বাবাকে

খুনের অভিযোগে তিন বোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে তিন বোনের শরীরে ক্ষতচিহ্নের প্রমাণ পাওয়া গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ২২:৫৭
Share:

ছবি সংগৃহীত।

চার বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে নিজের বাবাকেই ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন তিন বোন। ঘটনাটি ঘটেছে রাশিয়ার মস্কোয়। অভিযোগ, ওই ব্যক্তি তিন মেয়েকে প্রায়ই ধর্ষণ করতেন। তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন ভিডিয়োও করে রাখতেন। ওই ভিডিয়োগুলো তিনি সবাইকে পাঠাতেনও। মাঝে মাঝে ভয় দেখাতে গুলিও ছুঁড়েছেন মেয়েদের লক্ষ্য করে। এমনকি, তিন মেয়েকে দিয়ে নিজেদের জন্য তিন খানা কবর খুঁড়িয়েছিলেন।

Advertisement

খুনের অভিযোগে তিন বোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে তিন বোনের শরীরে ক্ষতচিহ্নের প্রমাণ পাওয়া গিয়েছে। আইনজীবী জানিয়েছেন, চার বছর ধরে এই মাত্রায় মানসিক নির্যাতন সহ্য করতে না পারায় তিন জনের মধ্যেই গুরুতর মানসিক সমস্যা দেখা দিয়েছে। সব প্রমাণ থাকা সত্ত্বেও, পরিবারের নিকট আত্মীয়রা জানান, সম্পত্তির লোভে পড়ে তিন বোন মিলে তাঁদের বাবাকে খুন করেছেন। এগুলো সবই নাকি নিজেদের বাঁচাতে বানানো গল্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement