Tiktok

সেভআওয়ারওসেনস হ্যাশট্যাগে ভিডিয়ো আপলোড করলেই ২ ডলার দেবে টিকটক

যুবসমাজের এই উৎসাহকেই এ বার সংরক্ষণের কাজে লাগাতে চাইছেন টিকটক কর্তৃপক্ষ।

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৮
Share:

সমুদ্রের প্রতীকী ছবি। শাটারস্টক।

ভিডিয়ো তৈরির জনপ্রিয় অ্যাপ টিকটক। এই অ্যাপের মাধ্যমে ভিডিয়ো বানাতে কমবয়সীদের উৎসাহ চোখে পড়ার মতো। যুবসমাজের এই উৎসাহকেই এ বার সংরক্ষণের কাজে লাগাতে চাইছেন টিকটক কর্তৃপক্ষ।

Advertisement

প্লাস্টিক দূষণের কবলে পড়ে ভাল নেই সমুদ্রও। দূষণের জেরে সামুদ্রিক প্রাণীদের বিপন্নতা উঠে আসছে বিভিন্ন গবেষণায়। তাই সমুদ্র সংরক্ষণের জন্য নিজেদের প্ল্যাটফর্মকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিতে চাইছে এই সংস্থা। সেই উদ্যোগের অংশ হিসাবেই তারা শুরু করেছে সেভআওয়ারওসেনস হ্যাশট্যাগটি। সঙ্গে ওসেন এফেক্ট নামের একটি ফিল্টারও যুক্ত হয়েছে টিকটক অ্যাপে। ২৬ অগস্ট থেকে যুক্ত হওয়া এই ফিল্টার আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই অ্যাপের ইউজাররা।

ওই হ্যাশট্যাগটি ব্যবহার করে ভিডিয়ো আপলোড করলে প্রত্যেক ভিডিয়োর জন্য কনজারভেশন ইন্টারন্যাশনাল নামের একটি আমেরিকান অলাভজনক পরিবেশ সংস্থাকে দুই মার্কিন ডলার দেবে টিকটক। ভিডিয়োর জন্য এই দানের কথা বুধবার ঘোষণা করা হয়েছে টিকটকের তরফে। সেই দানের টাকা ব্যবহার করা হবে সমুদ্র সংরক্ষণের জন্য।

Advertisement

আরও পড়ুন: হাতে সাপ নিয়ে দেখাচ্ছেন খেলা, সঙ্গে মোদীকে দিচ্ছেন হুমকি!

আরও পড়ুন: কাশ্মীরের ব্যক্তি বলে মার্কিন পর্নস্টারের ছবি পোস্ট! ট্রোলড প্রাক্তন পাক কূটনীতিবিদ বাসিত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন