সাইজ পে মাত যাও! ‘দৈত্য’ সাপ মেরে প্রমাণ করল পুঁচকে মাকড়সা

ডেভিড আর গোলিয়াথের গল্প মনে আছে তো? মনে আছে তো কী ভাবে ছোট্ট ডেভিডের কাছে নাকানিচোবানি খেয়ে পালাবার পথ খুঁজে পায়নি দৈত্যাকৃতি ফিলিস্তাইন যোদ্ধা গোলিয়াথ? একই কায়দায় বিশাল এক বিষাক্ত সাপকে হারিয়ে ভূত করল পুঁচকে একটা মাকড়সা।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৫
Share:

ডেভিড আর গোলিয়াথের গল্প মনে আছে তো? মনে আছে তো কী ভাবে ছোট্ট ডেভিডের কাছে নাকানিচোবানি খেয়ে পালাবার পথ খুঁজে পায়নি দৈত্যাকৃতি ফিলিস্তাইন যোদ্ধা গোলিয়াথ? একই কায়দায় বিশাল এক বিষাক্ত সাপকে হারিয়ে ভূত করল পুঁচকে একটা মাকড়সা।

Advertisement

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা প্যাট্রিক লি পেশায় চাষি। শনিবার সকালে বাড়ির পিছন দিকের দেওয়ালের জানলার দিকে তাকাতেই চমকে ওঠেন। জানলার গ্রিল বেয়ে নামা মাকড়সার জালে তখন মরে পড়ে আছে বাদামি রঙের একটা বিশাল সাপ। তার পাশে মনের আনন্দে নিজের জাল বেয়ে ঘুরঘুর করছে ওই জালটার মালিক। কুট্টি সাইজের ‘ড্যাডি লং লেগস’ স্পাইডার। প্যাট্রিকের কথায় ‘‘মাকড়সাটার রকম সকম দেখে মনে হচ্ছিল বিশাল বপুর শত্রুকে হারিয়ে তার তখন বেজায় ফুর্তি হয়েছে।

প্যাট্রিক তক্ষুণি নিজের মোবাইলে তুলে ফেলেন সেই অদ্ভুত যুদ্ধ জয়ের ছবি। পোস্ট করেন নিজের ফেসবুক ওয়ালে। ব্যাস, তারপরেই ভাইরাল সেই ছবি।

Advertisement

পূর্ব অস্ট্রেলিয়ায় বেশ কমন এই বাদামি সাপ। গড়ে এরা প্রায় ২ মিটার লম্বা। হিংস্র স্বভাব আর মারণ বিষের জন্য বেশ পরিচিত।

সেই ভয়ঙ্কর দুশমনকে কোন কায়দায় পরাজিত করল লগবগে লম্বা ঠ্যাং-য়ের কয়েক ইঞ্চির মাকড়সা? আপাতত সেই রহস্য সমাধান করতে বেজায় ব্যস্ত নিউ সাউথ ওয়েলসের বাসিন্দারা।

আরও পড়ুন- এক দল দুষ্কৃতীকে ধরিয়ে দিল ভেড়ারা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement