News Of The Day

মার্কিন নীতিতে প্রশ্ন আমেরিকাতেই, চলছে চাপানউতর। ডুরান্ড কাপ। আবহাওয়া কেমন। আর কী কী

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরে ভারতের কূটনৈতিক অবস্থান কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারত নিজের স্বার্থ কোনও ভাবেই বিঘ্নিত করবে না, তা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ০৭:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরে ভারতের কূটনৈতিক অবস্থান কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারত নিজের স্বার্থ কোনও ভাবেই বিঘ্নিত করবে না, তা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও রাশিয়ায় গিয়েছেন। আগামী ১৫ অগস্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠককে স্বাগত জানিয়েছে ভারতও। কূটনৈতিক চাপনউতরের মাঝে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরই মধ্যে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমেরিকার অন্দরেই। ট্রাম্পের প্রথম দফার শাসনকালে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের দাবি, ভারত যাতে রাশিয়া-চিনের থেকে দূরে থাকে, আমেরিকা বরাবর সেই চেষ্টা করে এসেছে। এটাই ওয়াশিংটনের কূটনৈতিক কৌশল ছিল। দীর্ঘ দিনের প্রচেষ্টায় অনেকাংশে সফলও হয়েছে তারা। কিন্তু ট্রাম্প শুল্কযুদ্ধের জেরে তাতে জল ঢেলে দিয়েছেন বলে দাবি বোল্টনের।

ডুরান্ড কাপে আজ গ্রুপের শেষ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। তাদের সামনে ইন্ডিয়ান এয়ার ফোর্স। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। দুটো ম্যাচ খেলে দুটোতেই জিতেছে লাল-হলুদ। আজ খেলা কিশোর ভারতী স্টেডিয়ামে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।

Advertisement

বর্ষার বৃষ্টি আপাতত থামছে না রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে অস্বস্তি বৃদ্ধি করতে পারে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের সব জেলায় আজ এবং সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পাঁচ জেলাতেই ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement