News Of The Day

শান্তি কি ফিরবে, কী অবস্থা কাঠমান্ডুর। ম্যাক্রোঁর সিদ্ধান্তে ফুঁসছে ফ্রান্স। উত্তরে সরেছে ঘূর্ণাবর্ত। আর কী কী নজরে

নেপালে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। বর্তমানে সে দেশের শাসনভার রয়েছে সেনার হাতে। দেশ জুড়ে জারি রয়েছে কার্ফু। মঙ্গলবার যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালে, বুধবার সেই তুলনায় পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

নেপালে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। বর্তমানে সে দেশের শাসনভার রয়েছে সেনার হাতে। দেশ জুড়ে জারি রয়েছে কার্ফু। মঙ্গলবার যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালে, বুধবার সেই তুলনায় পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেখতে চাইছেন আন্দোলনকারী পড়ুয়ারা। এই অবস্থায় নেপালের পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে সেবাস্তিয়ান লেকর্নুরকে বেছে নিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। সর্বত্র অবরোধের ডাক দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ছেন বিক্ষোভকারীরা। কোথাও বাসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও রেললাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। বুধবার বিক্ষুব্ধদের ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাসও ছুড়েছে। গ্রেফতার করা হয়েছে দু’শোরও বেশি প্রতিবাদীকে। ফ্রান্সের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

Advertisement

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। শর্তসাপেক্ষে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছিল। গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে এসএসসি মামলায় চার্জ গঠন করতে হবে সিবিআইকে। সেই অনুযায়ী আজ আলিপুর আদালতে চার্জ গঠনের শুনানি রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, আপাতত তা বেশ খানিকটা উত্তর দিকে সরেছে এবং সিকিমের উপর অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

এশিয়া কাপে আজ নামছে বাংলাদেশ। লিটন দাসের দলের সামনে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। খাতায়-কলমে বাংলাদেশ এগিয়ে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলে প্রস্তুতি সেরেছে তারা। দু’টি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আজ খেলা শুরু রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

কলকাতা লিগে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপ রাউন্ড। প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে ইউনাইটেড কলকাতা। খেলা ইস্টবেঙ্গল মাঠে। বিকেল ৩টে থেকে খেলা শুরু। একই সময়ে নৈহাটিতে নামছে ডায়মন্ড হারবার এফসি-ও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবকে খেলতে হবে অরুপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে। এটিও চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচ।

শহরে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। আজ কলকাতায় আসছেন তিনি। সংসদের স্ট‍্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতায় এলেও, সাংগঠনিক বৈঠক করবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। তাই সাজ সাজ রব বিধান ভবনে। এই মুহূর্তে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সবচেয়ে কাছের ব‍্যক্তি বেণুগোপাল। আজ এই খবরে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement