News Of The Day

ট্রাম্প-পুতিন কূটনীতি বৈঠকের পরে পরিস্থিতি কেমন। ডার্বির আগে শেষ প্রস্তুতি। আবহাওয়া। আর কী কী

রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বেশি রাতের দিকে বৈঠক শুরু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বেশি রাতের দিকে বৈঠক শুরু হয়। গত কয়েক মাসে ট্রাম্প-পুতিন সম্পর্কের তাল কাটার পরে এই প্রথম মুখোমুখি বসলেন দু'দেশের রাষ্ট্রনেতা। আলাস্কায় এই কূটনৈতিক বৈঠক পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে আজ। বৈঠক নিয়ে ভারত কোনও মন্তব্য করে কি না, সে দিকেও নজর থাকবে।

আগামিকাল কলকাতা ডার্বি। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যুবভারতীতে নামার আগে আজ দুই দলের শেষ প্রস্তুতির সুযোগ। কেমন হল লাল-হলুদ এবং সবুজ-মেরুনের প্রস্তুতি? ডার্বির সব খবর।

Advertisement

ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখনও সক্রিয়। তার সঙ্গেই সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তা ছাড়া মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, দামোহ্‌, বিলাসপুর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে আগামী কয়েক দিন এমন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিনের দিকে নজর থাকবে আজ।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নামছে ম্যাঞ্চেস্টার সিটি। গত আট বছরে ছ’বার চ্যাম্পিয়ন হয়েছে সিটি। গত বছর অবশ্য তৃতীয় স্থানে শেষ করে তারা। প্রথম ম্যাচে তাদের সামনে উলভস। খেলা রাত ১০টা থেকে। তার আগে বিকেল ৫টায় রয়েছে অ্যাস্টন ভিলা-নি‌উক্যাসল ম্যাচ। সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে ব্রাইটন-ফুলহ্যাম, সান্ডারল্যান্ড-ওয়েস্টহ্যাম, টটেনহ্যাম-বার্নলে ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

স্প্যানিশ লিগে আজ নামছে বার্সেলোনা। গত বারের চ্যাম্পিয়ন বার্সার সামনে মায়োরকা। খেলা রাত ১১টা থেকে। এর পর রাত ১টা থেকে রয়েছে আলাভেস-লেভান্তে এবং ভ্যালেন্সিয়া-রিয়াল সোসাইদাদ ম্যাচ। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement