ব্রিটিশ এমপি জো কক্স খুনে ধৃত টমি মেয়ার আদালতে বলল, ‘‘আমার নাম বিশ্বাসঘাতকের যম, ব্রিটেনের স্বাধীনতা।’’
গত বৃহস্পতিবার দুপুরে বারস্টলের মার্কেট স্ট্রিটে নিজের কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় প্রকাশ্যে খুন হন ব্রিটিশ এমপি জো কক্স। ওই খুনে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ৫২ বছর বয়সি টমিকে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। টমির বিরুদ্ধে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে।
শনিবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস্ কোর্টে হাজির করানো হয়েছিল টমিকে। তার পরনে ছিল ছাই রঙা ট্রাকস্যুট। আদালত কক্ষে টমির কাছে নাম জানতে চাওয়া হলে চুপ করে ছিল সে। এর পর তার ঠিকানা এবং জন্মতারিখও নিশ্চিত করে বলতে বলা হয়। তখন টমি চেঁচিয়ে বলে, ‘‘আমার নাম বিশ্বাসঘাতকের যম, ব্রিটেনের স্বাধীনতা।’’ টমিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। সেই সঙ্গে, সোমবার তাকে ওল্ড বেইলি কোর্টে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।