আর যেই হোন, ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন না, বিশ্বাস ওবামার

শখের জ্যোতিষ-চর্চা বোধ হয় নয়! বলেছেন যখন, ভেবে-চিন্তেই বলেছেন! আর যখন সামনে ভোট, আর কথাটা বেরিয়ে এসেছে খোদ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকেই, তখন তার একটা তাৎপর্য তো থাকবেই! মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জোর বিশ্বাস, রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে একেবারে সামনে থাকা ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪২
Share:

শখের জ্যোতিষ-চর্চা বোধ হয় নয়!

Advertisement

বলেছেন যখন, ভেবে-চিন্তেই বলেছেন!

আর যখন সামনে ভোট, আর কথাটা বেরিয়ে এসেছে খোদ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকেই, তখন তার একটা তাৎপর্য তো থাকবেই!

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জোর বিশ্বাস, রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে একেবারে সামনে থাকা ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই হয়।

আরও পড়ুন- এ বার মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত?

ওবামার বক্তব্য, ‘‘আমি মার্কিন জনগনকে ষতটা চিনি-জানি, তার থেকে বলতে পারি, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন না। কারণ, আমি জানি, আমেরিকার মানুষ গভীর ভাবেই বিশ্বাস করেন, দেশের প্রেসিডেন্ট হওয়ার কাজটা এতটা সহজ নয়। বেশ গুরুতর ব্যাপার। তাঁরা জানেন, এটা কোনও টেলিভিশন চ্যানেলে টক শো চালানো নয়। নয় কোনও রিয়্যালিটি শো-ও। মানুষ জানেন, কাকে দেশের প্রেসিডেন্টের দায়িত্বটা দেওয়া উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন