Israel-Turkey Conflict

‘গাজ়ায় গণহত্যাকাণ্ডে নেতানিয়াহু জড়িত’, গ্রেফতারি পরোয়ানা জারি করে বলল এর্ডোগানের তুরস্ক

বেঞ্জামিন নেতানিয়াহু-সহ ইজ়রায়েল সরকার এবং সেনার শীর্ষকর্তাদের বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নতুন করে পশ্চিম এশিয়ায় অশান্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৭:২২
Share:

(বাঁদিকে) বেঞ্জামিন নেতানিয়াহু এবং রিচেপ তায়িপ এর্ডোগান (ডানদিকে)। —ফাইল চিত্র।

গাজ়ায় গণহত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক সরকার। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের সরকার শনিবার জানিয়েছে, গণহত্যায় অভিযুক্ত মোট ৩৭ জনের বিরুদ্ধে জারি করা হয়েছে পরোয়ানা।

Advertisement

নেতানিয়াহু ছাড়াও ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কার্ৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সেই তালিকায় রয়েছেন বলে ইস্তানবুলের বিচার দফতরের বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘২০২৩ সালের ১৭ অক্টোবর আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জন নিহত হন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইজ়রায়েলি সেনারা ইচ্ছাকৃত ভাবে চিকিৎসার সরঞ্জাম ধ্বংস করেন। গাজাকে অবরুদ্ধ করে রেখে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয়েছে।’’

এর্ডোগান সরকারের অভিযোগ, ইজ়রায়েল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজ়ায় ধারাবাহিক ভাবে ‘জাতিগত হত্যা’ ও ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ চালিয়ে যাচ্ছে। ওই বিবৃতিতে তুরস্ক-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতালে হামলার কথাও উল্লেখ করা হয়েছে। গাজ়ায় ওই হাসপাতাল নির্মাণ করেছিল তুরস্ক। গত মার্চে ইজ়রায়েল ফৌজ সেখানে বোমা ফেলে। নেতানিয়াহু-সহ ইজ়রায়েল সরকার এবং সেনার ৩৭ শীর্ষকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারি নতুন করে পশ্চিম এশিয়ায় অশান্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement