Harry Potter

হ্যারি পটারের ঢঙে ‘ব্রুমস্টিক স্কুটার’ নিয়ে ব্রাজিলের রাস্তা মাতাচ্ছেন ২ যুবক

হ্যারি পটার থেকে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি ব্রাজিলের দুই ব্যক্তি সাও পাওলোর রাস্তায় প্রায় একই কাণ্ড করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

সাও পাওলো শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১০:৩৪
Share:

সাও পাওলোর রাস্তায় ব্রুমস্টিক স্কুটার নিয়ে ওই যুবকরা। ছবি—রয়টার্স।

হ্যারি পটারের দুনিয়ায় জাদু-ঝাঁটার উপর বসে ঘুরে বেড়ানোর দৃশ্যের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। হ্যারি পটার থেকে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি ব্রাজিলের দুই ব্যক্তি সাও পাওলোর রাস্তায় প্রায় একই কাণ্ড করেছেন। সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

বছর চল্লিশের ভিনিসিয়াস স্যাঙ্কটাস এবং আটাশ বছরের আলেসান্দ্রো রুশোর যান দেখে শনিবার চমকে গিয়েছিলেন সাও পাওলোর মানুষ। তাঁরা দু’জনে হ্যারি পটারের ঢঙে বসেছিল ঝাঁটার উপর।

ঝাঁটা দিয়ে তৈরি এই নতুন যানের তাঁরা নাম দিয়েছেন ‘ব্রুমস্টিক স্কুটার’। মোটরের সঙ্গে একটি চাকা যুক্ত রয়েছে এতে। তার মাধ্যমেই এগিয়ে যায় এটি। ঝাঁটার সামনের অংশ যে দিকে ঘোরানো হবে, সেই অনুসারে গতিপথ পরিবর্তন করবে ‘ব্রুমস্টিক স্কুটার।’ রুশো এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই স্কুটার সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে। বা়ড়ি থেকে কাজের জায়গায় যেতেই বুমস্টিক স্কুটার ব্যবহার করেন ভিনিসিয়াস এবং রুশো। তাঁদের আশা, আগামী দিনে পটার ভক্তরা এই স্কুটার নিয়ে আরও উৎসাহ দেখাবেন। দেখুন বুমস্টিক স্কুটারের ভিডিয়ো—

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন