অপহৃত দুই ভারতীয়

মেনের বৃদ্ধাবাস থেকে অপহৃত দুই ভারতীয় সন্ন্যাসীর খোঁজ মিলল না আজও। শুক্রবার আডেনে মাদার টেরিজার প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটিজ পরিচালিত এক বৃদ্ধাবাসে গুলি চালিয়ে এক ভারতীয় সন্ন্যাসিনী-সহ ১৬ জনকে খুন করে জঙ্গিরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০৩:০৮
Share:

মেনের বৃদ্ধাবাস থেকে অপহৃত দুই ভারতীয় সন্ন্যাসীর খোঁজ মিলল না আজও। শুক্রবার আডেনে মাদার টেরিজার প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটিজ পরিচালিত এক বৃদ্ধাবাসে গুলি চালিয়ে এক ভারতীয় সন্ন্যাসিনী-সহ ১৬ জনকে খুন করে জঙ্গিরা। ঘটনার দিন দুই সন্ন্যাসীকে অপহরণও করে তারা। কেরলের মুখ্যমন্ত্রী উমেন চান্ডি এ দিন জানান, টম কুজুভেন্নাল নামে অপহৃত ওই সন্ন্যাসী কেরলের বাসিন্দা। তিনি বলেন, এই বিষয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তাঁর কথা হয়েছে। কেন্দ্র থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন সুষমা। একই সঙ্গে বিদেশমন্ত্রী তাঁকে জানান, সে দিনের ঘটনায় নিখোঁজ ছত্তীসগঢ়ের এক সন্ন্যসিনীও। টমের সঙ্গে তাঁকেও দুষ্কৃতীরা অপহরণ করেছে বলে অনুমান। বিদেশমন্ত্রী ইয়েমেনের সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে জানান, অপহৃতদের খুঁজে বের করতে চেষ্টা করবে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement