ব্রাসেলস বিমানবন্দরে বিস্ফোরণে আহতদের মধ্যে রয়েছেন জেট এয়ারওয়েজের দুই ভারতীয় বিমানকর্মীও। বিমান সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের কয়েক মিনিট আগে নয়াদিল্লি এবং মুম্বই থেকে জেট এয়ারওয়েজের দু’টি বিমান ব্রাসেলস পৌঁছেছিল। বিস্ফোরণে আহত হয়েছেন নিধি চাপেকর এবং অমিত মোতওয়ানি নামে দুই বিমানকর্মী। নিধির শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। আর অমিতের আঘাত লেগেছে চোখে।