কানাডার আকাশে মুখোমুখি দুই সূর্য!

সকালে ঘুম থেকে উঠেই আকাশে এক সঙ্গে দু’দুটো সূর্য! বলেন কী? এমনটা আবার হয় নাকি? সূর্য তো একটাই। এক এবং অদ্বিতীয়। তবে দ্বিতীয়টা এল কোত্থেকে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৫ ০৯:৩২
Share:

সকালে ঘুম থেকে উঠেই আকাশে এক সঙ্গে দু’দুটো সূর্য! বলেন কী? এমনটা আবার হয় নাকি? সূর্য তো একটাই। এক এবং অদ্বিতীয়। তবে দ্বিতীয়টা এল কোত্থেকে? অবিশ্বাস্য হলেও সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ঘুম ভাঙল এভাবেই।

Advertisement

সত্যিই মিরাকল। এই ঘটনাকে বলা হয় হানটারস মুন। সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয়ের সময় আর চাঁদ অস্ত যাওয়ার সময় এক হয়ে যায়, এবং চাঁদ ও সূর্য ঠিক একে অপরের বিপরীতে থাকে তবেই এমন ঘটনা ঘটে। অর্থাত্ ঘটনাটা আসলে চাঁদ-সূর্য মুখোমুখি। কিন্তু বিশেষ কোন বা ডিগ্রিতে থাকার কারণে চাঁদ সূর্যকে এত জোরালো ভাবে প্রতিফলিত করে যে মনে হয় আকাশের দু’পাশে যেন দু’টো সূর্য। প্রায় দু’দিন এই অবস্থানে থাকে চাঁদ-সূর্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement