— প্রতীকী চিত্র।
অভিবাসনের আড়ালে মানব পাচার রুখতে ব্রিটিশ আইনরক্ষকদের নতুন ক্ষমতা প্রদান করল সে দেশের স্বরাষ্ট্র দফতর। ইংলিশ চ্যানেল হয়ে আগত অবৈধ অভিবাসীদের মোবাইল ফোন এবং সিমকার্ড বাজেয়াপ্ত করা যাবে। এ ক্ষেত্রে তাঁদের গ্রেফতারের প্রয়োজনও পড়বে না।
পিটিআই সূত্রে খবর, সে দেশে অবৈধ অনুপ্রবেশকারী বেড়ে চলায় কোনও মানব পাচারচক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখতে এই ক্ষমতা কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছে ব্রিটিশ সরকার। মানব পাচারকারীদের খুঁজে বার করা এবং গ্রেফতারির ক্ষেত্রে সদর্থক ফল মিলবে বলে আশাবাদী তারা।
সে দেশের সীমান্ত সুরক্ষা দফতরের মন্ত্রী অ্যালেক্স নরিস জানান, "আমরা আমাদের সীমান্তে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম, যার অর্থ মানব পাচারকারী নেটওয়ার্কগুলিকে মোকাবেলা করা এবং যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের গ্রেফতার করা।”
তিনি আশাবাদী, এই পদক্ষেপ ব্রিটেনে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সহযোগী হবে।