India-Germany Relation

ভারত সফরে আসছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ়, প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা হবে, জানাল বিদেশ মন্ত্রক

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আগামি ১২ জানুয়ারি অহমদাবাদে পৌঁছোবেন জার্মানির চান্সেলর ফ্রেডরিখ মার্জ়। সেখানে প্রধানমন্ত্রী মোদী তাঁকে স্বাগত জানাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০২:৫৫
Share:

জার্মানির চান্সেলর ফ্রেডরিখ মার্জ়। ছবি: পিটিআই।

দু’দিনের ভারত সফরে আসছেন জার্মানির চান্সেলর ফ্রেডরিখ মার্জ়। বার্লিনের মসনদে বসার পর এটিই তাঁর প্রথম ভারত সফর। ১২ জানুয়ারি অহমদাবাদে এসে পৌঁছোবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর। প্রতিরক্ষা, প্রযুক্তির পাশাপাশি আলোচনা হবে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও। বিদেশ মন্ত্রক জানিয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে মার্জ়ের এই সফর। তিনি যবেন বেঙ্গালুরুতেও।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আগামি ১২ জানুয়ারি অহমদাবাদে পৌঁছোবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী মোদী তাঁকে স্বাগত জানাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আর‌ও শুল্ক চাপানোর ইঙ্গিত দেওয়ার ২৪ ঘণ্টা কাটার আগেই জার্মান রাষ্ট্রপ্রধানের ভারত সফরের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা সংক্রান্ত আলোচনার পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে অতীতে হ‌ওয়া চুক্তিগুলির অগ্রগতি জরিপ করবেন মোদী ও মার্জ়। পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান, উদ্ভাবন এবং গবেষণা, সবুজ ও দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং মানুষে মানুষে সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার উপরও আলোকপাত করা হবে এই বৈঠকে, এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Advertisement

ফেব্রুয়ারিতে ভারত সফরে আসার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। তার আগে জার্মান চ্যান্সেলরের ভারত সফর বিশেষ অর্থবহ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement