Russia-Ukraine War

‘মিশন ইস্তানবুল’ ভেস্তে যেতেই মরিয়া প্রত্যাঘাত করল ইউক্রেন! যুদ্ধ ছড়াল নতুন দুই এলাকায়

২০২২ সালের ২৪ ফেব্রয়ারি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন। সে বছরেরই মে মাসে ইউক্রেনের অন্যতম পরমাণুকেন্দ্র জ়াপোরিঝিয়া দখল করেছিল রুশ বাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ২২:৪১
Share:

(বাঁ দিকে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা মুলতুবি হয়ে যাওয়ার পরেই মরিয়া প্রত্যাঘাত করল ইউক্রেন। শুক্রবার যুদ্ধের ১২৪৭তম দিনে জ়াপোরিঝিয়া অঞ্চলে আগুয়ান রুশ বাহিনীর উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন সেনা। রাশিয়ার কয়েকটি ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়েছে বলে ইউক্রেন সেনার দাবি।

Advertisement

২০২২ সালের ২৪ ফেব্রয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন। সে বছরেরই মে মাসে ইউক্রেনের অন্যতম পরমাণুকেন্দ্র জ়াপোরিঝিয়া দখল করেছিল রুশ বাহিনী। কিন্তু কয়েক মাসের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনী তা পুনর্দখল করে নিয়েছিল। দু’সপ্তাহ আগে নতুন করে ওই এলাকা দখলের লক্ষ্যে নতুন করে স্থল অভিযান শুরু করে রুশ ফৌজ।

জ়াপোরিঝিয়ার পাশাপাশি কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনের বন্দর শহর ওডেসাকে নিশানা করে হামলার অভিঘাতও বাড়িয়েছে মস্কো। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেছেন, রাশিয়া রাতভর আক্রমণের সময় ১০৩টি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা সমুদ্রবন্দর, পরিবহণ কেন্দ্র এবং আবাসিক এলাকা-সহ অসামরিক পরিঠামোতে আঘাত হেনেছে। ‘জবাব’ দিয়েছে ইউক্রেন সেনাও! প্রসঙ্গত, গত ১৪ জুলাই ইউক্রেনের সঙ্গে শান্তি-সমঝোতায় আসার জন্য রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ না-থামলে রাশিয়া এবং তার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। কিন্তু চলতি ঘটনাপ্রবাহে যুদ্ধবিরতির কোনও ইঙ্গিত মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement