Russia-Ukraine Conflict

রাশিয়ার আমন্ত্রিত বিদেশিদের নিরাপত্তার দায় ইউক্রেনের নয়! পুতিনকে হুঁশিয়ারি জ়েলেনস্কির

চলতি মাসে মস্কোয় বিজয় দিবসের কুচকাওয়াজের জন্য তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবে সেই প্রস্তাবে রাজি নয় ইউক্রেন। তারা চায় অন্তত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি। এই পরিস্থিতিতে পুতিনের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করছেন জ়েলেনস্কি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ২১:২১
Share:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে আমন্ত্রিত বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেবে না ইউক্রেন! রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে এমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাফল্য উদ্‌যাপনের জন্য আগামী সপ্তাহে ৮-১০ মে (তিন দিনের জন্য) যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। আগামী ৯ মে বিজয় দিবসের কুচকাওয়াজ রয়েছে সেখানে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং কূটনীতিকেরা আমন্ত্রিত ওই অনুষ্ঠানে। কিন্তু রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে ইউক্রেন। এই অবস্থায় জ়েলেনস্কির হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির বক্তব্য, “রাশিয়ার ভূখণ্ডে যা ঘটে তার জন্য আমরা দায়ী হতে পারি না। আপনাদের (বিদেশি অতিথিদের) নিরাপত্তা দেওয়া তাদের (রাশিয়ার) কাজ। আমরা আপনাদের এ বিষয়ে কোনও গ্যারান্টি দেব না।” ইউক্রেন চাইছে যাতে আপাতত অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। জ়েলেনস্কির বক্তব্য, আমেরিকা নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ইউক্রেন সেই মতোই এগোচ্ছে। কেন তিনি অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতি চাইছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, তিন, পাঁচ বা সাত দিনে আলোচনা করে কোনও বিষয়ে সহমত হওয়া সম্ভব নয়। সেই কারণেই অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতি চাইছেন তাঁরা।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে দফায় দফায় বৈঠক করেছে আমেরিকা। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে আলাদা আলাদা বৈঠক করেছে তারা। সম্প্রতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ‘ইস্টার’ উপলক্ষে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তবে ওই এক দিনের যুদ্ধবিরতির সময়েও দু’পক্ষই একে অন্যের উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ। এই অবস্থায় বিজয় দিবসের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার সময়েই মস্কো হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার যোগ্য জবাব দেবে রাশিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement