Russia-Ukraine War

‘পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান, ট্রাম্পকে বলতে ভয় পাচ্ছেন’! যুদ্ধবিরতি নিয়ে জ়েলেনস্কির খোঁচা রাশিয়ার প্রেসিডেন্টকে

ট্রাম্প জানান, আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হবে বলেই তাঁর আশা। এই প্রস্তাবে রাজি না-হলে রাশিয়া অর্থনৈতিক অবরোধের মুখেও পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৯:২১
Share:

(বাঁ দিক থেকে) ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জ়েলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প। —ফাইল ছবি।

ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান! কিন্তু সে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে ভয় পাচ্ছেন! এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

Advertisement

রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক ভাবে দাঁড়ি পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রস্তাবে তাঁরা রাজি, এ কথা জানালেও কী ভাবে তা কার্যকর হবে, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতে জ়েলেনস্কির দাবি, পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করার প্রস্তুতি নিচ্ছেন।

জ়েলেনস্কি বলেন, “আসলে উনি (পুতিন) (যুদ্ধবিরতির প্রস্তাব) খারিজ করার প্রস্তুতি নিচ্ছেন। উনি যে যুদ্ধ চালিয়ে যেতে চান এবং ইউক্রেনের বাসিন্দাদের হত্যা করতে চান, এ কথা প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে ভয় পাচ্ছেন।”

Advertisement

গত তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে। ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে ইউক্রেনে প্রবেশ করতে শুরু করেছে রুশ সেনা। এখন পর্যন্ত সে দেশের এক-পঞ্চমাংশ এলাকা দখল করেছে তারা। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তিনি এই যুদ্ধ থামিয়েই ছাড়বেন। বুধবার তিনি হোয়াইট হাউসে জানান, আমেরিকা ৩০ দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে, তাতে রাশিয়া রাজি হবে বলেই তাঁর আশা। এই প্রস্তাবে রাজি না-হলে রাশিয়া অর্থনৈতিক অবরোধের মুখেও পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ইউক্রেন আগেই জানিয়েছে যে, তারাও এই প্রস্তাব সমর্থন করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement