Donald Trump

অনুদান দেওয়া স্থগিত রেখেছেন, ট্রাম্প-সিদ্ধান্তে এডসে মৃত্যু হবে লক্ষ লক্ষ মানুষের, শঙ্কা রাষ্ট্রপুঞ্জের

‘ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে আর্থিক অনুদান দিয়ে থাকে আমেরিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৪
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল ছবি।

দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশ করেই বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক অনুদান দেওয়া স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই সিদ্ধান্তে কয়েক লক্ষ মানুষ এডসে মারা যেতে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ।

Advertisement

‘ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে আর্থিক অনুদান দিয়ে থাকে আমেরিকা। এই খাতে অর্থ খরচের নিরিখে বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে আমেরিকাই সর্বাগ্রে থাকে। কিন্তু দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প এই অনুদান তিন মাসের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে রবিবার রাষ্ট্রপুঞ্জের রোগ নিরাময় সংক্রান্ত অভিযানের প্রধান জানান, অনুদান বন্ধ হওয়ায় বিশ্বে কয়েক লক্ষ মানুষ এডসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। বিষয়টি সম্পর্কে অবহিত মার্কিন সংস্থাটিও। সংস্থার প্রধান উইনি ব্যানিইমা সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, অনুদান না-থাকলে, মানুষের মৃত্যু হতে পারে।

Advertisement

বিশ্বে এডস নিরাময়ে কাজ করা একটি সংস্থা জানিয়েছে, মার্কিন ওই অনুদানে উপকৃত হতেন প্রায় ২ কোটি এডস রোগী। সাহায্য পেতেন ২ লক্ষ মানুষ। অনুদান বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে ৬০ লক্ষেরও বেশি মানুষ এডসে মারা যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য ট্রাম্প প্রশাসন জানিয়েছে, কিছু জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তারা অনুদান দেওয়া বন্ধ করছে না। আফ্রিকার স্বাস্থ্যকর্মীদের অবশ্য দাবি, তাঁরা ইতিমধ্যেই বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রসঙ্গত, রবিবার আমেরিকার দক্ষতা বিষয়ক দফতর জানিয়েছে, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা এবং‌ রাজনৈতিক কাঠামোর উন্নতিতে তারা যে অর্থ বরাদ্দ করত, তা কাটছাঁট করা হচ্ছে। এই প্রকল্পে ৪৮ কোটি ৬০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৪২১২ কোটি টাকারও বেশি) ব্যয় করত আমেরিকা। জো বাইডেনের আমলে এই প্রকল্পেই ভারতের জন্য ২ কোটি ১০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১৮২ কোটি টাকারও বেশি) বরাদ্দ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement