গাজ়ায় ইজ়রায়েলি সেনা। ছবি: সংগৃহীত।
প্যালেস্টাইনিদের বাসভূমি গাজ়া ভূখণ্ডের ৮৫ শতাংশ জমি ২১ মাসের সামরিক অভিযানে নিয়ন্ত্রণে নিয়েছে ইহুদি রাষ্ট্র ইজ়রায়েল। বুধবার এ কথা জানিয়ে দিল রাষ্ট্রপুঞ্জ! সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজ়ারিক বলেন, ‘‘হয় ওই এলাকাগুলি থেকে ইতিমধ্যেই প্যালেস্টাইনি নাগরিকদের উচ্ছেদ করা হয়েছে, অথবা চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’
ডুজ়ারিক জানিয়েছেন, দক্ষিণ গাজ়ার দু’টি এলাকা থেকে সম্প্রতি প্যালেস্টাইনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আভিভ। এর ফলে ৮০ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হতে পারেন। এরই মধ্যে স্বশাসিত গাজ়া কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইজ়রায়েলি সেনার হামলায় ১২ জন ত্রাণকর্মী-সহ ১১৮ জন নিহত হয়েছেন। গুরুতর জখম ৫৮১ জন। রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার পরিষদের গাজ়া বিষয়ক বিশেষ দূত ফান্সেসকো আলবানিজ় বৃহস্পতিবার ইজ়রায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে পদক্ষেপের সুপারিশ করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর আচমকাই দক্ষিণ ইজ়রায়েলে হামলা চালায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজ়ায় পাল্টা হামলা শুরু করে ইজ়রায়েলি সেনা। ২১ মাস ধরে চলা যুদ্ধে কাতার, মিশরের মতো দেশগুলির মধ্যস্থতায় বেশ কয়েক বার সাময়িক সংঘর্ষবিরতি হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধ থামার লক্ষণ নেই। ৩৬৫ বর্গ কিলোমিটারের ওই ভূখণ্ডের ২৩ লক্ষ প্যালেস্টাইনি বাসিন্দার অর্ধেকেরও বেশি খান ইউনুস, রাফা-সহ বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানেও ধারাবাহিক ভাবে হামলা চালাচ্ছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ়।