International News

কানাডার মসজিদে বন্দুকধারীর হামলায় হত ৬, আহত ৮

প্রার্থনার জন্য সন্ধ্যাবেলায় মসজিদে জমায়েত হয়েছিলেন অনেকে। আচমকা সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলিতে চালাতে শুরু করে তিন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। রবিবার সন্ধ্যার কানাডার কিউবেক শহরের এই ঘটনায় নিহত ৬ জন। আহত অন্তত ৮। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১৪:০৬
Share:

হামলার পর ঘটনাস্থলে পুলিশের টহলদারি। ছবি: রয়টার্স।

প্রার্থনার জন্য সন্ধ্যাবেলায় মসজিদে জমায়েত হয়েছিলেন অনেকে। আচমকা সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলিতে চালাতে শুরু করে তিন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। রবিবার সন্ধ্যার কানাডার কিউবেক শহরের এই ঘটনায় নিহত ৬ জন। আহত অন্তত ৮। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

Advertisement

আরও পড়ুন

আইএস দমনে যুদ্ধের প্রস্তুতি প্রেসিডেন্ট ট্রাম্পের

Advertisement

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দু’জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয়জনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এর তীব্র নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটারে একে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় মসজিদে প্রার্থনার জন্য জনা চল্লিশেক মানুষ জড়ো হয়েছিলেন। পুলিশের মুখপাত্র ক্রিস্টিন কলোম্বে জানিয়েছেন, একে ‘জঙ্গিহানা’ হিসাবেই দেখছেন তাঁরা। তবে কী কারণে এই নাশকতা তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। ঘটনার পর শহরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

ইসলামিক কালচালার সেন্টারের ওই মসজিদের প্রেসিডেন্ট মহম্মদ ইয়াগুই রীতিমতো আতঙ্কিত। ঘটনার সময় সেখানে মসজিদের ভিতরে ছিলেন না তিনি। হামলার ঘটনাকে ‘বর্বরোচিত’ বলেছেন ইয়াগুই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন