US Transport Department

ইংরেজি বলায় দক্ষ নন, প্রায় ৭০০০ ট্রাকচালককে বসিয়ে দিল আমেরিকা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতীয়রাই

২০১৬ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নতুন নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল, কেবল ভাষাগত কারণে প্রশাসন কোনও ট্রাকচালককে বসিয়ে দিতে পারবে না। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনামা খারিজ করে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৩:০৪
Share:

আমেরিকার পরিবহণ দফতরের সিদ্ধান্তে বিপাকে ভারতের ট্রাকচালকেরা। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ইংরেজি বলায় দক্ষ নন। আমেরিকায় কাজ হারালেন প্রায় ৭০০০ ট্রাকচালক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালকেরাই। আমেরিকার পরিবহণসচিব সিন ডাফি জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত আমেরিকার ৭২৪৮ জন ট্রাকচালককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এফএমসিএসএ)-এর পরিসংখ্যান বলছে, গত জুলাই মাসে এই সংখ্যাটা ছিল মাত্র ১৫০০।

Advertisement

২০১৬ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নতুন নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল, কেবল ভাষাগত কারণে প্রশাসন কোনও ট্রাকচালককে বসিয়ে দিতে পারবে না। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনামা খারিজ করে দেন। আমেরিকার পরিবহণ দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাণিজ্যিক ট্রাক চালানো চালকদের অবশ্যই ইংরেজি বুঝতে এবং বলতে জানতে হবে। অন্যথায় তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হবে।

বহু শিখ ধর্মাবলম্বী মানুষ আমেরিকায় ট্রাক চালানোর কাজ করেন। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ আমেরিকার ট্রাকচালদের সংগঠন ‘নর্থ আমেরিকান পঞ্জাবি ট্রাকার্স অ্যাসোসিয়েশন’-কে উদ্ধৃত করে জানিয়েছে, আমেরিকার প্রায় দেড় লক্ষ ট্রাকচালক পঞ্জাব এবং হরিয়ানার বাসিন্দা। ফলে আমেরিকার পরিবহণ দফতরের নয়া সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তাঁদের অনেকেই।

Advertisement

গত কয়েক মাসে আমেরিকায় বেশ কয়েকটি বড়সড় পথদুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনাচক্রে, সেই দুর্ঘটনাগুলির সঙ্গে নাম জড়িয়েছে ভারতীয় ট্রাকচালকদের। একের পর এক দুর্ঘটনার পরেই দেশের পরিবহণ সংক্রান্ত নিয়মকানুন আরও জোরদার ভাবে প্রয়োগ করার নির্দেশ দেন ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement