উত্তর কোরিয়াকে সতর্কবার্তা দিতে দক্ষিণ কোরিয়ার আকাশে ঘুরে এল শক্তিশালী মার্কিন জঙ্গি বিমান। এই বি-৫২ বিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম। দুই কোরিয়ার সীমান্তের ৭০ কিলোমিটার দূরে রবিবার মহড়া দিয়েছে এই যুদ্ধ বিমান। মার্কিন সেনা সূত্রেই এই খবর জানা গেছে।
গত বুধবার ফের পারমাণবিক অস্ত্র ফাটিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং-এর দাবি, এটা ছিল হাইড্রোজেন বোমা। এর পরই হইচই শুরু হয়ে যায় আন্তর্জাতিক মহলে। তার পরই মার্কিন জঙ্গি বিমানের এই মহড়া আসলে উত্তর কোরিয়াকে কড়া সংকেত দেওয়ার জন্যই। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।