International News

কোরীয় উপদ্বীপের আকাশে ফের মার্কিন বোমারু বিমান

প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের অ্যান্ডারসেন এয়ারবেস থেকে দু’টি বি-১বি ল্যান্সার বোমারু বিমান ওড়ে কোরীয় আকাশসীমার উদ্দেশে। মার্কিন বোমারু বিমান দু’টি জাপানের পশ্চিমে পৌঁছনোর পর জাপানি বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান মহড়ায় যোগ দেয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৭ ২০:২১
Share:

কোরীয় উপদ্বীপের আকাশে মার্কিন বোমারু বিমানের দাপট ফের বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। ছবি: এপি।

কোরীয় উপদ্বীপের আকাশে ফের উড়ল মার্কিন বোমারু বিমান। জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীও যোগ দিল মার্কিন বিমানবাহিনীর সঙ্গে। উত্তর কোরিয়াকে বার্তা দিতেই ফের কোরীয় আকাশসীমায় তিন দেশের যৌথ বাহিনীর যুদ্ধবিমান শুক্রবার এই রকম দাপট দেখাল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। স্বাভাবিক ভাবেই তীব্র প্রতিক্রিয়া এসেছে কিম জং উনের দেশ থেকে। উত্তর কোরিয়াকে ‘ব্ল্যাকমেল’ করছে আমেরিকা, অভিযোগ পিয়ংইয়ং-এর।

Advertisement

প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের অ্যান্ডারসেন এয়ারবেস থেকে দু’টি বি-১বি ল্যান্সার বোমারু বিমান এ দিন ওড়ে কোরীয় আকাশসীমার উদ্দেশে। মার্কিন বোমারু বিমান দু’টি জাপানের পশ্চিমে পৌঁছনোর পর জাপানি বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান মহড়ায় যোগ দেয়। এই যৌথ বিমানবহর পীত সাগরের আকাশে পৌঁছনোর পর তাতে যোগ দেয় দক্ষিণ কোরিয়া। তিন দেশের যুদ্ধবিমান একসঙ্গে মহড়া দেয় কোরীয় আকাশসীমায়। আমেরিকা প্যাসিফিক এয়ার ফোর্সের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারত গুরুত্বপূর্ণ, সম্পর্কে উন্নতি চায় চিন: ফের বলল বেজিং

Advertisement

উত্তর কোরিয়া এই মহড়ার তীব্র সমালোচনা করেছে। আমেরিকা ফের যুদ্ধের প্ররোচনা দিচ্ছে এবং উত্তর কোরিয়াকে ‘ব্ল্যাকমেল’ করা হচ্ছে বলে শুক্রবার পিয়ংইয়ং-এর তরফে মন্তব্য করা হয়েছে। তবে কোনও রকম প্ররোচনা বা ব্ল্যাকমেলিং-এর অভিযোগ নস্যাৎ করেছে আমেরিকা। প্রশান্ত মহাসাগরে সর্বক্ষণ বোমারু বিমান প্রস্তুত রাখার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তার অঙ্গ হিসেবেই এই মহড়া দেওয়া হল বলে আমেরিকার তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: পরমাণু বোমা ফাটানোয় উত্তর কোরিয়ায় মৃত্যু হয়েছে ২০০ জনের, বলছে রিপোর্ট

এর আগে ১০ অক্টোবরও জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীকে সঙ্গে নিয়ে কোরীয় উপদ্বীপের আকাশে উড়েছিল মার্কিন যুদ্ধবিমান। সেটাই ছিল কোরীয় আকাশসীমায় যৌথ বাহিনীর প্রথম নৈশ মহড়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement