US

হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা ইভাঙ্কার, নিন্দার মুখে মুছলেন টুইট

ইভাঙ্কা লেখেন, ‘আমেরিকার দেশপ্রেমিকরা— নিরাপত্তা ভঙ্গ করা অথবা দেশের আইনের প্রতি অসম্মান প্রদর্শন মেনে নেওয়া হবে না। এই হিংসা বন্ধ হওয়া দরকার’।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ১৬:৩৯
Share:

ইভাঙ্কা ট্রাম্পের এই টুইট ঘিরেই বিতর্ক।

কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলাকারীদের ‘আমেরিকার দেশপ্রেমিক’ আখ্যা দিলেন ইভাঙ্কা ট্রাম্প। বুধবার ওয়াশিংটন ডিসি-র ওই হামলার ঘটনায় টুইট করে হামলাকারীদের পাশে দাঁড়িয়ে তাঁদের ‘শান্ত হওয়ার’ পরামর্শ দিয়েছেন ট্রাম্প-কন্যা। ইভাঙ্কার টুইট ঘিরে বিতর্ক দানা বাঁধে। শেষ পর্যন্ত ওই টুইট মুছে দেন তিনি।

Advertisement

ওই বিতর্কিত টুইটে ইভাঙ্কা লেখেন, ‘আমেরিকার দেশপ্রেমিকরা— নিরাপত্তা ভঙ্গ করা অথবা দেশের আইনের প্রতি অসম্মান প্রদর্শন মেনে নেওয়া হবে না। এই হিংসা বন্ধ হওয়া দরকার। দয়া করে আপনারা শান্ত হন’। ইভাঙ্কার এই টুইট নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। শুরু হয় নিন্দাও। দ্রুত ওই টুইট মুছে দিলেও তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোস্যাল মিডিয়ায়। সিএনএন-এর এক সাংবাদিক ইভাঙ্কার ওই টুইটটির স্ক্রিনশট পোস্ট করেন। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘ব্যাখ্যা দিন, কেন আপনি এদের দেশপ্রেমিক বলছেন’? ইভাঙ্কা অবশ্য উল্টো সুরে বলেন বলেন, ‘না, শান্তিপূর্ণ প্রতিবাদই দেশপ্রেমের পরিচয়। হিংসা মেনে নেওয়া যায় না এবং এর তীব্র নিন্দা করা উচিত’।

আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনকে নির্বাচনের জয়ের শংসাপত্র পেতে বাধা দিতে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। আমেরিকার বুকে ওই ঘটনাকে ঘিরে গোটা দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে। নির্বাচনে কারচুপির ভুয়ো অভিযোগ তোলার দায়ে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট সাময়িক ভাবে ব্লক করা হয়েছে। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে।

Advertisement

অবশ্য বৃহস্পতিবার হিংসার আবহেই শেষ হয়েছে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা পর্ব। এ দিন আমেরিকার কংগ্রেসের দুই কক্ষের যৌথ অধিবেশনে জয়ের শংসাপত্র পেয়েছেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের জয়কেও দেওয়া হয়েছে স্বীকৃতি। কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বাইডেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন