চিনকে চ্যালেঞ্জ করে রণতরী পাঠাল আমেরিকা

পৃথিবীর অন্যতম ব্যস্ত সমুদ্র অঞ্চল দক্ষিণ চিন সাগরের বেশির ভাগ অংশ বহুদিন ধরেই নিজেদের বলে দাবি করে আসছে চিন। সেখানে কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি ফেলেছে তারা। এবার চিনের সেই একাধিপত্যে ভাগ বসাতে তৈরি আমেরিকা।

Advertisement
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৫ ১৭:৪১
Share:

পৃথিবীর অন্যতম ব্যস্ত সমুদ্র অঞ্চল দক্ষিণ চিন সাগরের বেশির ভাগ অংশ বহুদিন ধরেই নিজেদের বলে দাবি করে আসছে চিন। সেখানে কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি ফেলেছে তারা। এবার চিনের সেই একাধিপত্যে ভাগ বসাতে তৈরি আমেরিকা। জলভূমি দখলে বেজিংয়ের সঙ্গে সরাসরি সংঘাতের সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে তারা। মার্কিনি নৌবাহিনীর রণতরী রওনা দিয়েছে সুবি এবং মিসচিফ রিফের দিকে।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন নৌসেনা অফিসার জানিয়েছেন ‘অপরেশন শুরু হয়ে গেছে...কয়েক ঘণ্টার মধ্যে শেষও হয়ে যাবে।’

মার্কিন প্রতিরক্ষা সূত্রে খবর, সমুদ্র দখলের লড়াইয়ে চিনের বিরুদ্ধে ধারাবাহিক হামলার পরিকল্পনা করেছে আমেরিকা। মার্কিনি রণতরীগুলোর সঙ্গেই থাকছে নজরদারি বিমান।

Advertisement

অন্যদিকে আমেরিকার এই চ্যালেঞ্জে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চিন। জানিয়েছে নিজেদের অঞ্চলে কারোর খবরদারি তারা বরদাস্ত করবে না। আমেরিকায় চিনের রাষ্ট্রদূত বলেছেন ‘‘পেশি শক্তি দেখিয়ে এভাবে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপের আগে ১০ বার ভাবা উচিত আমেরিকার, কোনও রকম প্ররোচনামূলক কার্যকলাপের ফলে যদি আঞ্চলিক শান্তি নষ্ট হয়, তার দায় আমেরিকার উপরেই বর্তাবে।’’

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন ১২ মাইল পরিধির মধ্যে ইতিমধ্যেই কোনও মার্কিন রণতরী প্রবেশ করেছে কিনা সে বিষয়ে তারা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement