— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ফের ভিসা নিয়ে হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের! শনিবার নতুন নির্দেশিকা জারি করে ভারতের মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা মঞ্জুর হয়ে যাওয়া মানেই কাজ শেষ নয়। বরং ভিসা পাওয়ার পরেও কড়া নজরদারি জারি থাকবে। কোনও রকম বেচাল দেখলেই বাতিল করা হবে ভিসা। এমনকি, দেশছাড়াও করা হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিকে!
শনিবারই মার্কিন ভিসাধারী ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। নির্দেশিকা অনুযায়ী, ভিসা মঞ্জুর হওয়ার পরেও নজরদারি বন্ধ হবে না। বরং প্রতি পদক্ষেপে ভিসাধারীদের উপর কড়া দৃষ্টি রাখা হবে যে তাঁরা সমস্ত আইন এবং অভিবাসনের নিয়ম মেনে চলছেন কি না। কোনও আইন ভাঙলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল করা হবে এবং তাঁকে দেশ থেকে বহিষ্কার করা হবে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা এবং অভিবাসন সম্পর্কিত একাধিক বিবৃতি জারি করেছে। ২৮ জুনের এক বিবৃতিতে বলা হয়েছিল, যাঁরা অবৈধ ভাবে মার্কিন মুলুকে থাকছেন বা ভিসা জালিয়াতি করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আরও বলা হয়, যদি কেউ মার্কিন আইন ভঙ্গ করেন, তাহলে তাঁকে ‘কড়া ফৌজদারি শাস্তি’ দেওয়া হবে। শুধু তা-ই নয়, ডিএস-১৬০ ভিসার আবেদনকারীদের সমাজমাধ্যমের প্রোফাইল ‘পাবলিক’ করতে হবে। তার পর তাঁর গত পাঁচ বছরের সমস্ত পোস্ট খতিয়ে দেখবে মার্কিন প্রশাসন। আমেরিকা বিরোধী কোনও রকম পোস্ট থাকলেই ভিসা দেওয়া হবে না। এমনকি, ভবিষ্যতে কখনওই ভিসা পাবেন না সংশ্লিষ্ট ব্যক্তি।
প্রসঙ্গত, দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে প্রথম দিনেই এক নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘‘যে সব বিদেশি আমেরিকায় আসবেন, তাঁরা যে আমেরিকার নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান কিংবা আদর্শের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করেন না, তা নিশ্চিত করা হবে।’’ এর পরেই ভিসার আবেদনে কড়াকড়ি শুরু করে মার্কিন প্রশাসন। অভিবাসন আইনও কঠোর করা হয়। কড়াকড়ি শুরু হয় আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি পড়ুয়া ভর্তির বিষয়েও। এর মাঝে জুন মাসে মার্কিন বিদেশ দফতর জানায়, মার্কিন দেশে যাওয়া সকলের সমাজমাধ্যমের প্রোফাইল আতশকাচের নীচে রেখে যাচাই করে দেখা হবে। পড়ুয়া হোক, কিংবা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আবেদনকারী— সকলের সমাজমাধ্যমের পোস্ট পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখবেন মার্কিন কনস্যুলার অফিসারেরা। সেই আবহে ফের ভিসা সংক্রান্ত হুঁশিয়ারি দিল মার্কিন দূতাবাস।