আমেরিকান কংগ্রেসের কমিটির প্রকাশ করা নথিতে ডোনাল্ড ট্রাম্প-সহ দেশ-বিদেশের তাবড় তাবড় ব্যক্তির উল্লেখ রয়েছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নাবালিকা ও শিশু যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ধনকুবের জেফ্রি এপস্টাইনের ইমেল সংক্রান্ত অন্তত ২০ হাজার নথি গত সপ্তাহে প্রকাশ করেছে আমেরিকান কংগ্রেসের একটি কমিটি। সেখানে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ দেশ-বিদেশের তাবড় তাবড় ব্যক্তির উল্লেখ রয়েছে। সেই সূত্রে এখন উথালপাথাল আমেরিকার রাজনীতির অন্দরমহল। এপস্টাইনের অসংখ্য ইমেলে ট্রাম্পের উল্লেখ রয়েছে। ডেমোক্র্যাটদের দাবি, কিছু ইমেলে স্পষ্ট যে ট্রাম্প এপস্টাইনের নাবালিকা যৌন চক্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। অন্য দিকে, এপস্টাইন নথিতে প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বেশ কিছু নামকরা ব্যাঙ্কের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন রিপাবলিকানরা। এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করবে আমেরিকান বিচার বিভাগ।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এপস্টাইনের সঙ্গে ক্লিন্টন এবং অন্যদের যোগাযোগ খতিয়ে দেখবেন আইনজীবী প্যাম বন্ডি এবং এফবিআই। বন্ডি বলেছেন, জরুরি ভিত্তিতে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখবে বিচার বিভাগ। তবে সরকারি ভাবে তদন্তের আবেদন জানানো হয়েছিল, না কি এটি ট্রাম্পের নির্দেশ— সে বিষয়ে বন্ডি কিছু জানাননি।
গত সপ্তাহে এপস্টাইন নথি প্রকাশের পরে ডেমোক্র্যাটরা দাবি করেছিল, এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কী ছিল, হোয়াইট হাউস আর কী কী সত্য গোপন করেছে তা জানাতে হবে। তারা অভিযোগ তোলে, নিজের দিক থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন ট্রাম্প। এপস্টাইন সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ করা হবে কি না, আগামী বুধবার হাউসে সেই নিয়ে ভোটাভুটি হবে। তার আগে ক্লিন্টন-সহ অন্যদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ খতিয়ে দেখতে ট্রাম্প সরকারের এই তদন্ত-নির্দেশ।
ক্লিন্টন অবশ্য ইতিমধ্যে জোর দিয়ে বলেছেন, এপস্টাইনের অপরাধ সম্পর্কে তিনি কোনও কিছুই জানতেন না। দুঃখপ্রকাশ করেছে জে পি মর্গান-সহ কয়েকটি আমেরিকান ব্যাঙ্ক। জে পি মর্গানের তরফে জানানো হয়েছে, এপস্টাইনের সঙ্গে কোনও রকম যোগাযোগ ঘটে থাকলে তার জন্য সংস্থার খেদ রয়েছে। এপস্টাইনের অপরাধমূলক কাজে তারা কোনও ভাবে যুক্ত নয় বলে দাবি ব্যাঙ্কটির।
ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, ‘এপস্টাইন ডেমোক্র্যাট ছিল। ও ডেমোক্র্যাটদের সমস্যা। রিপাবলিকানদের নয়।...সকলেই ওর বিষয়ে জানে। তাই ট্রাম্পের সময় নষ্ট কোরো না। আমাকে একটা দেশ চালাতে হয়।’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে